নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছেন পানি উন্নয়ন বোর্ডের একজন নির্বাহী প্রকৌশলী।
তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, নিচু এলাকা প্লাবিত

- আপডেট সময় ১১:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে।
মঙ্গলবার ২৯ জুলাই রাত ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে রেকর্ড করার তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বোর্ডের তথ্য বলছে, ওই সময় ডালিয়া পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, “উজান থেকে পানি আসায় নদীর পানি বাড়ছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে।”
স্থানীয়রা বলছেন, পানি বাড়ার কারণে তিস্তার তীরবর্তী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে হাতীবান্ধার নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। চরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানুষজন নৌকা ও ভেলায় চলাফেরা করছেন।
তিস্তাপাড়ের বাসিন্দারা বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বাড়ছে। এতে নিচু এলাকা প্লাবিত হয়ে অনেকেই পানিবন্দি হয়ে পড়েছেন। পুকুরের মাছ ভেসে যেতে শুরু করেছে। ক্ষতির মুখে পড়েছে আমন চাষ ও অন্যান্য ফসল।
হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের বাসিন্দা শামসুল আলম বলেন, “সন্ধ্যার পর থেকে পানি খুব দ্রুত বাড়ছে। নিচু এলাকায় পানি ঢুকে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাচ্ছে।”
সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনজীবী আরিফুল ইসলাম বলেন, “আমার ইউনিয়নের অন্তত দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে।”
লালমনিরহাটের ডিসি এইচ এম রকিব হায়দার বলেন, “বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শুকনো খাবারসহ প্রাথমিক সহায়তা মজুত রয়েছে। তিস্তাপাড়ের পরিস্থিতি নিয়মিত মনিটরিং করছি।”
লালমনিরহাট প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম