এমজেএলের বহরে ইতোমধ্যে একটি জাহাজ যুক্ত হয়েছে, যেটি বাংলাদেশের পতাকাবাহী সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ।
তেলবাহী ২ জাহাজ কিনতে এমজেএলকে ১১৬৬ কোটি টাকা দিল ব্র্যাক ব্যাংক

- আপডেট সময় ০৬:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
আফ্রাম্যাক্স বা মধ্যম আকারের দুটি তেলবাহী জাহাজ কিনতে মবিল যমুনা বা এমজেএল বাংলাদেশকে ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলার (১১৬৬ কোটি টাকা) ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি ঢাকায় মবিল হাউজে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাধারণত আফ্রাম্যাক্স জাহাজের ধারণ ক্ষমতা ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) হয়ে থাকে।
ব্র্যাক ব্যাংক বলছে, চুক্তির অংশ হিসেবে এমজেএল বাংলাদেশ ইতোমধ্যে নিজেদের বহরে ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামের একটি জাহাজ যুক্ত করেছে। ১ লাখ ১৫ হাজার ৬০০ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ক্ষমতার এ জাহাজ বাংলাদেশের পতাকাবাহী সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ।
এমজেএল বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে সমুদ্রপথে পরিবহন সেবা দিয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার মুকুল হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় অন্যদের মধ্যে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং এমজেএল বাংলাদেশের এমডি আজম জে চৌধুরী, পরিচালক তানজিল চৌধুরী উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এটি শিপিং খাতে বাংলাদেশের কোনো বেসরকারি ব্যাংকের করা সর্ববৃহৎ ফরেন কারেন্সি অফশোর টার্ম লোন।”