প্রবল বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত চারজন, নিখোঁজ রয়েছেন আরও দুইজন।
দক্ষিণ কোরিয়ায় টানা চার দিন ধরে প্রবল বৃষ্টিতে বাড়ছে ক্ষয়ক্ষতি, ৩ হাজার ঘরছাড়া

- আপডেট সময় ১০:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ায় টানা চতুর্থ দিনের মতো মুষলধারে বৃষ্টিতে বাড়ছে ক্ষয়ক্ষতি। বৃষ্টির কারণে ঝুঁকির মুখে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া অন্তত ২ হাজার ৮০০ জন মানুষ ফিরতে পারেননি নিজেদের ঘরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারও অব্যাহত থাকা এই প্রবল বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত চারজন, নিখোঁজ রয়েছেন আরও দুইজন।
আবহাওয়াবিদরা বলছেন, দেশের বেশিরভাগ এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। কিছু এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তারা।
দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বন্যা ও দুর্যোগের কারণে শনিবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ৭ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, এদের মধ্যে বৃষ্টির কারণে সৃষ্ট ঝুঁকির মুখে ঘর ছাড়তে বাধ্য হওয়া ওই ২ হাজার ৮১৬ জনও রয়েছেন।

বুধবার ১৬ জুলাই থেকে এই বৃষ্টি শুরু হয়। দেশটির রাজধানী সিউলের দক্ষিণে সাউথ ছুংছাওং প্রদেশের সসানে রেকর্ড ৫০০ মিলিমিটারের (২০ ইঞ্চি) বেশি বৃষ্টি হয়েছে।
প্রবল বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় প্রদেশটির বহু এলাকায় গরুর খামার ও আস্তাবল ডুবে গেছে। গরুগুলো তাদের মাথা পানিতে ভাসিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করছে বলে রয়টার্স জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পানিতে এ পর্যন্ত ৬৪১টি ভবন, ৩৮৮টি সড়ক এবং ৫৯টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেশী উত্তর কোরিয়াতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র রোদং সিনমুন জানিয়েছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকায় ১৫০ থেকে ২০০ মিলিমিটার (৬ থেকে ৮ ইঞ্চি) বৃষ্টি হতে পারে। আর দূরবর্তী কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা।
সূত্র : বার্তাসংস্থা রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম