প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ও অন্যান্য সেবার ক্ষেত্রে সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখতে কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।
দলীয় ‘লেজুড়বৃত্তি’ করা যাবে না: পাসপোর্টের কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০৬:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার বিদেশে বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিদেশে বাংলাদেশ দূতাবাস বা মিশনের পাসপোর্ট ও ভিসা উইং কর্মকর্তাদের রাজনৈতিক লেজুড়বৃত্তি না করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার বিকালে এক অনুষ্ঠানে তিনি কর্মকর্তাদের সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিও করা যাবে না। দেশের মান, সম্মান ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
প্রবাসীদের বাংলাদেশের অর্থনীতির ‘চালিকাশক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, “প্রবাসের অধিকাংশই শ্রমিক শ্রেণীর আর তারাই রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে টিকিয়ে রেখেছে। তাদের সাথে পাসপোর্ট ও অন্যান্য সেবার ক্ষেত্রে সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখতে হবে।”
বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব হিসেবে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দূতাবাস বা মিশনের অন্য কর্মকর্তাদের সঙ্গেও সুসম্পর্ক রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম