“পুনর্জন্ম বিষয়ক সিদ্ধান্ত কখনোই দালাই লামা নিজে নেননি,” বলেছেন তিনি।
দালাই লামার পুনর্জন্ম নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ চীন সরকারের, বললেন তিব্বতি কর্মকর্তা

- আপডেট সময় ০২:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
বর্তমান দালাই লামার নির্দেশনায় নয়, চীন সরকারই পরবর্তী দালাই লামা কে হবে তা খুঁজে বের করবে বলে মন্তব্য করেছেন চীনা কমিউনিস্ট পার্টির তিব্বত বিষয়ক কমিটির এক কর্মকর্তা।
নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী মনে করে; বেইজিং তিব্বতি বৌদ্ধধর্মকে নিজের নিয়ন্ত্রণেও রাখতে চায়, কিন্তু দালাই লামা ও তার বিপুল সংখ্যক অনুসারী এতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
গত মাসে নিজের ৯০তম জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে চতুর্দশ দালাই লামা তার ভক্ত অনুসারীদের আশ্বস্ত করে জানান, তিনি পুনর্জন্ম নেবেন এবং তার প্রতিষ্ঠিত অলাভজনক একটি প্রতিষ্ঠানই তিনি যার শরীরে পুনর্জন্ম নেবেন তাকে শনাক্ত করার পূর্ণ এখতিয়ার রাখবে।
কিন্তু মঙ্গলবার তিব্বতে চীনা কমিউনিস্ট পার্টির ডেপুটি সেক্রেটারি গামা সেদেন বলেছেন, দেশের ভেতর অনুসন্ধান চালিয়েই পুনর্জন্ম নেওয়া দালাই লামাকে খুঁজে বের করা হবে এবং এতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে।
“দালাই লামার পুনর্জন্ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার যে কেন্দ্রীয় সরকারেরই রয়েছে সে বিষয়ে কোনো বিতর্ক নেই,” তিব্বতে আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সেদেন এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিব্বতি এ কর্মকর্তা বলেন, ভক্তরা এই বিশ্বাসই অনুসরণ করেন, আর সরকারও জীবিত বুদ্ধদের পুনর্জন্ম বিষয়ে প্রচলিত কঠোর ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহাসিক রীতিনীতি অনুযায়ীই প্রক্রিয়া চালায়।
“পুনর্জন্ম বিষয়ক সিদ্ধান্ত কখনোই দালাই লামা নিজে নেননি,” বলেছেন তিনি।
তিব্বতি বৌদ্ধরা বিশ্বাস করে তাদের ঊর্ধ্বতন ধর্মীয় গুরুরা ধর্মীয় পরম্পরা বজায় রাখতে দৈহিক মৃত্যুর পরপরই কোনো না কোনো শিশুর শরীরে পুনর্জন্ম নেন। এখনকার দালাই লামা তিব্বতি বৌদ্ধদের ১৪তম আধ্যাত্মিক গুরু।
সম্প্রতি তিনি বলেছেন, তার পুনর্জন্ম হবে চীনের বাইরে এবং এই উত্তরসূরী বেছে নেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের কোনো ভূমিকা থাকতে পারে না।
দালাই লামা তিব্বতি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ গুরু পঞ্চেন লামা পদে ছয় বছর বয়সী এক বালককে বেছে নিয়েছিলেন; কিন্তু ১৯৯৫ সালে ওই বালক ‘গায়েব’ হয়ে যাওয়ার পর বেইজিং এ পদে তিব্বতি এক বৌদ্ধ মঙ্ককে বসায়।
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম