সিনেপ্লেক্সের সাতটি শাখায় মোট ২৭টি শো পেয়েছে ‘ওয়েপনস’ সিনেমাটির; আর ‘সিকিন ৮ ’ সিনেমা শো পেয়েছে ১৩টি।
দুই ভৌতিক সিনেমা ঢাকার প্রেক্ষাগৃহে

- আপডেট সময় ০৫:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৫৮ বার পড়া হয়েছে
থ্রিলার, প্রেমের সিনেমার পর ঢাকার দর্শকদের ভিন্ন স্বাদ দিতে চাইছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
এবার এসেছে ভৌতিক সিনেমা। হলিউডের হরর থ্রিলার সিনেমা ‘ওয়েপনস’ এবং তুর্কি ভাষার সুপারন্যাচারাল হরর সিনেমা ‘সিকিন ৮’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে।
বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, সিনেপ্লেক্সের সাতটি শাখায় মোট ২৭টি শো পেয়েছে ‘ওয়েপনস’ সিনেমাটির। আর ‘সিকিন ৮ ’ সিনেমা শো পেয়েছে ১৩টি।
‘ওয়েপনস’
ক্লাসের নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের গল্পের সিনেমা ‘ওয়েপনস’ পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার।
এতে অভিনয় করেছেন জশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস, অ্যামি ম্যাডিগানসহ আরও অনেকে।
সিনেমার গল্পে দেখা যাবে মেব্রুক নামের একটি ছোট শহরে, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১৭ জন শিক্ষার্থী এক রাতে এক সাথে বাড়ি থেকে নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের খোঁজে নামে অভিভাবক, পুলিশ, শিক্ষকসহ স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে কিছু অতিপ্রাকৃতিক ঘটনা দেখা যায়, যা তাদের আতঙ্কিত করে তোলে।
ব্ল্যাক ম্যাজিকের গল্পে ‘সিকিন ৮’
তুর্কি ভাষার ‘সিকিন ৮’ সিনেমাটি ‘সিকিন’ ফ্র্যাঞ্চাইজির অষ্টম কিস্তি। ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা এবং পারিবারিক গোপন রহস্যের গল্পে এই সিনেমাটি বানিয়েছেন অ্যালপার মেস্তকি।
এতে অভিনয় করেছেন ফাতিহ গুলনার, মেলাইক বাল্কিক, গনুলসহ আরও অনেকে।
সিনেমার গল্পে দেখা যাবে ফাতিহ নামের একজন পুরুষ, যে তার স্ত্রীর অনুরোধে বৃদ্ধা মা গুনহুলকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মা চলে যাওয়ার পর তাদের বাড়িতে কিছু রহস্যময় ঘটনা ঘটতে থাকে। অদ্ভুত শব্দ, ছায়া এবং অতিপ্রাকৃত ঘটনা ফাতিহের পরিবারকে গ্রাস করে।
ফাতিহের অনুশোচনায় ভরা মন মানসিক ও পারিবারিক সংকটের মধ্যে পড়ে। ফাতিহ শেষ পর্যন্ত তার মাকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু দেখা যায় বাড়ি ওই ফেরা বৃদ্ধা নারী তার মা নন। এরপর ঘটতে থাকে ভয়ংকর সব ঘটনা।
গেল বছরের ১৪ জুন মুক্তি পেয়েছিল ‘সিকিন ৭’।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম