০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

দুদ‌কের কা‌ছে সময় চাইলেন জাহাঙ্গীর আলম

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৯৫ বার পড়া হয়েছে

অর্থ আত্মসাতের অভিযোগের ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হতে এক মাস সময় চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১৮মে) বিকেলে দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বরাবর পাঠানো আবেদনপত্র সূত্রে এ তথ্য জানা গেছে। আবেদনে জাহাঙ্গীর আলম দুদকে হাজির হওয়ার জন্য তাকে বেঁধে দেওয়া সময়কে খুবই স্বল্প বলে উল্লেখ করেন। তিনি দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও ব্যাখ্যা প্রস্তুত করার জন্য এক মাস সময় চান।

এ বিষয়ে দুদ‌কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ব‌লেন, গাজীপুর সিটি করপোরেশনের সা‌বেক মেয়র জাহাঙ্গীর আলম সময় চেয়ে আবেদন ক‌রে‌ছেন। আবেদনে তিনি কারণ হিসেবে স্বল্প সময়কে দায়ী করেছেন। এর আগে, উন্নয়ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করে দুদক।

আগামী ২২ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে নোটিশ পাঠানো হয়। নোটিশে নির্ধারিত সময়ে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে জাহাঙ্গীরের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে,’ বলে উল্লেখ করা হয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দুদ‌কের কা‌ছে সময় চাইলেন জাহাঙ্গীর আলম

আপডেট সময় ০৮:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

অর্থ আত্মসাতের অভিযোগের ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হতে এক মাস সময় চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১৮মে) বিকেলে দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বরাবর পাঠানো আবেদনপত্র সূত্রে এ তথ্য জানা গেছে। আবেদনে জাহাঙ্গীর আলম দুদকে হাজির হওয়ার জন্য তাকে বেঁধে দেওয়া সময়কে খুবই স্বল্প বলে উল্লেখ করেন। তিনি দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও ব্যাখ্যা প্রস্তুত করার জন্য এক মাস সময় চান।

এ বিষয়ে দুদ‌কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ব‌লেন, গাজীপুর সিটি করপোরেশনের সা‌বেক মেয়র জাহাঙ্গীর আলম সময় চেয়ে আবেদন ক‌রে‌ছেন। আবেদনে তিনি কারণ হিসেবে স্বল্প সময়কে দায়ী করেছেন। এর আগে, উন্নয়ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করে দুদক।

আগামী ২২ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে নোটিশ পাঠানো হয়। নোটিশে নির্ধারিত সময়ে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে জাহাঙ্গীরের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে,’ বলে উল্লেখ করা হয়।