০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম
দুবাইয়ে ভবনে আগুন লেগে নিহত ১৬
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৯:৩২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ২১৩ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।
রোববার (১৬ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার দুপুরে দেশটির আল রাস এলাকার একটি আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া দেখেছেন। আটকা পড়াদের সাহায্য করতে কয়েকজন ভবনের দিকে ছুটে গিয়েছিলেন। কিন্তু ধোঁয়ার কারণে তারা কিছুই করতে পারেনি। এদিকে প্রাথমিক তদন্তে ওই ভবনের নিরাপত্তার ঘাটতি পেয়েছেন সংশ্লিষ্ট কর্তকর্তা।
ট্যাগস











