দুর্ধর্ষ চোর জ্যাক-জামাল গ্রেপ্তার
- আপডেট সময় ১২:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর দুর্ধর্ষ দুই গ্রিল কাটা চোরকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (৩ মার্চ) দুপুরে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম ও একটি পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. জাকির হোসেন ওরফে জ্যাক (৪৪) ও মো. নূর জামাল ওরফে জামাল (২৬)। তারা দু’জন জ্যাক-জামাল নামেই পরিচিত। পুলিশ জানায়, তারা কয়েক সেকেন্ডের মধ্যে তালা কেটে কয়েক মিনিটের মধ্যেই দোকান সাবাড় করে চলে যায়। চুরি করা এবং চুরির মালামাল বিক্রির সুবিধার্থে পিকআপ কেনে জ্যাক এবং সেই পিকআপে ঘুরে ঘুরেই তারা চুরি করে। গত সাত বছরে রাজধানীজুড়ে দেড় শতাধিক চুরি করে এই জ্যাক-জামাল।
মিরপুর মডেল থানার মো. মোহসীন বলেন, প্রায় ছয় মাস আগে আসাদুজ্জামান নূরের নিউ মিউজিক এশিয়া নামের এক দোকান থেকে দুর্ধর্ষ এক চুরির ঘটনা তদন্তে উঠে আসে জ্যাক-জামালের নাম। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর মিরপুর বড়বাগ পলিভিটা বেকারি এলাকায় সংঘটিত সেই চুরিতে বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি মোবাইল সেট, একটি ল্যাপটপ, ২০টি মেমোরি কার্ড, ৫০০টি রিচার্জ কার্ড, নগদ অর্থসহ আনুমানিক এক লাখ ৫২ হাজার ৭৭৫ টাকার মালামাল চুরি করে জ্যাক-জামাল।
দুর্ধর্ষ সেই চুরির দীর্ঘ তদন্ত শেষে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জ্যাক-জামালকে শনাক্ত করা হয় এবং আজ দুপুরে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল (৩৫) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল জ্যাক-জামালের কাছ থেকে চুরি করা মালামাল কেনে। তিনি আরও বলেন, জ্যাক-জামাল চুরি করতে বের হয় রাত দুই টায়।
চুরি করে বাসায় ফেরে ৬টায়। এই চার ঘণ্টার মধ্যেই তারা সব চুরি করে। গ্রিল কিংবা তালা কাটতে তার সময় লাগে সর্বোচ্চ চার সেকেন্ড। কাটার পর দোকানে ঢুকে মালামাল চুরি করে জামাল। তার পুরো চুরি করতে সময় লাগে মাত্র চার মিনিট। এক রাতেই তারা কয়েকটি দোকান চুরি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এক রাতে তারা সর্বোচ্চ চারটি পর্যন্ত চুরি করেছে।