০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

‘দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সর্বাত্মক চেষ্টা করছে বর্তমান সরকার’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৮৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এ দেশকে আমরা জাতির পিতার আদর্শ নিয়ে গড়ে তুলছি। নানা প্রতিকুলতার মধ্যেও দেশের অর্থনীতিকে গতিশীল রাখাই আমাদের প্রচেষ্টা। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। একদিন উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাক্তার এস এ মালেক স্মরণে ‘বঙ্গবন্ধু পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদের কলাবাগান অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনা মহামারী এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনৈতিক মন্দা যাচ্ছে। এর মধ্যেও বর্তমান সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে যে কয়েকজন অবদান রেখেছেন তার মধ্যে ডা. এস এ মালেক একজন। অত্যন্ত বৈরি পরিবেশের মধ্যেও তিনি জাতির পিতার আদর্শকে সামনে নিয়ে এসেছেন। বিশেষ করে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা ও নেতাকর্মীদের শিক্ষা দেওয়া এবং তাদের জানানোর বিষয়টি তিনি অনেক দক্ষতার সঙ্গে করে গেছেন। তার লেখনির হাত ভালো ছিল। লেখনির মাধ্যমে জাতির পিতার আদর্শকে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যত বাংলাদেশ কেমন হবে সেটাও তিনি লিখেছেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ড. মালেক ও মোহাম্মদ হানিফ আমাকে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা জনমত তৈরি করেছেন এবং দলীয় ফোরামে নিয়ে গেছেন। এমনকি আমাকে আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য বারবার জোর দেওয়ার জন্য ডা. এস এ মালেককে তিরস্কার করেছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সর্বাত্মক চেষ্টা করছে বর্তমান সরকার’

আপডেট সময় ১১:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এ দেশকে আমরা জাতির পিতার আদর্শ নিয়ে গড়ে তুলছি। নানা প্রতিকুলতার মধ্যেও দেশের অর্থনীতিকে গতিশীল রাখাই আমাদের প্রচেষ্টা। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। একদিন উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাক্তার এস এ মালেক স্মরণে ‘বঙ্গবন্ধু পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদের কলাবাগান অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনা মহামারী এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনৈতিক মন্দা যাচ্ছে। এর মধ্যেও বর্তমান সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে যে কয়েকজন অবদান রেখেছেন তার মধ্যে ডা. এস এ মালেক একজন। অত্যন্ত বৈরি পরিবেশের মধ্যেও তিনি জাতির পিতার আদর্শকে সামনে নিয়ে এসেছেন। বিশেষ করে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা ও নেতাকর্মীদের শিক্ষা দেওয়া এবং তাদের জানানোর বিষয়টি তিনি অনেক দক্ষতার সঙ্গে করে গেছেন। তার লেখনির হাত ভালো ছিল। লেখনির মাধ্যমে জাতির পিতার আদর্শকে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যত বাংলাদেশ কেমন হবে সেটাও তিনি লিখেছেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ড. মালেক ও মোহাম্মদ হানিফ আমাকে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা জনমত তৈরি করেছেন এবং দলীয় ফোরামে নিয়ে গেছেন। এমনকি আমাকে আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য বারবার জোর দেওয়ার জন্য ডা. এস এ মালেককে তিরস্কার করেছিলেন।