‘দেশে চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাব পড়বে’
- আপডেট সময় ১১:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১২৯ বার পড়া হয়েছে
শুধু তথ্যপ্রযুক্তিতে নয়, দেশের সব জায়গায় চতুর্থ শিল্পবিপ্লব প্রভাব ফেলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বর্তমানে এটিই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সম্মেলনই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।
বুধবার (১৫ মার্চ) বিকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে চতুর্থ শিল্পবিপ্লবে দক্ষতা শীর্ষক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। আনিসুল হক বলেন, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তার দেখানো সেই পথ ধরে শেখ হাসিনা সেই স্বপ্নের দেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, সরকার ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি থেকে উন্নীত হয়েছে। প্রযুক্তিতেও আমাদের আমূল পরিবর্তন হয়েছে। ফলে দেশ নতুন এক পৃথিবীতে প্রবেশ করেছে।
আমরা একসঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাব। সেই সঙ্গে নতুন নতুন উদ্ভাবনে সবাইকে মনোযোগী হতে হবে। সম্মেলনে চতুর্থ শিল্পবিপ্লব কী, আগামী দিনে এর কী প্রভাব পড়বে, এর ব্যাপ্তিসহ দিকনির্দেশনা তুলে ধরা হয়। দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার।