“৭১ মঞ্চের অনুষ্ঠানে যারা মব করেছে, তারা অপরাধী না? আপনি দেখেন না কে অপরাধী,“ সেনাপ্রধানকে উদ্দেশ করে বলেন কাদের সিদ্দিকী।
দেশে ‘পাকিস্তানি মনোভাবের পোলাপান’ জন্মাল কীভাবে: কাদের সিদ্দিকী

- আপডেট সময় ১২:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
দেশের তরুণ প্রজন্মের মধ্যে ‘পাকিস্তানি মনোভাব’ কীভাবে জন্ম নিল, সেই প্রশ্ন তুলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।
শনিবার টাঙ্গাইলের ভূঞাপুর এক মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ করে যদি পাকিস্তানের কাছে অত্যাচারের শিকার হতে হয়, তাও শান্তি। কিন্তু বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপান জন্ম নিলো কীভাবে?”
বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযুদ্ধ ও সংবিধানবিষয়ক আলোচনা অনুষ্ঠানে গিয়ে ‘মবের’ শিকার হওয়ার পাশাপাশি গ্রেপ্তার হন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকীসহ ১৬ জন। পরের দিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের কারাগারে পাঠায় আদালত।
এ ঘটনা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “ড.ইউনুস, আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে থাকেন, তাহলে যখন বলা হয়েছে, ‘লতিফ সিদ্দিকীর দুই গালে, জুতা মারো তালে তালে’, তখন আপনার দুই গালেও জুতা মারা হয়েছে। আপনি মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে থাকলে এমনটা হওয়ার কথা ছিল না।”
সেনাপ্রধানকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, “ওয়াকার সাহেবকে আমি ভালোভাবে চিনি না। তবে আগে তার গ্রামে অনেক সময় কাটিয়েছি। কেউ কেউ বলছে, ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেবে, তাদের দেখে নিন আপনি।
“গত ৫ অগাস্ট সেনাপ্রধান আপনি বলেছিলেন, আপনাকে ভরসা করতে, দেশ হেফাজত করবেন। কিন্তু আজ কোথায় হেফাজত? ৭১ মঞ্চের অনুষ্ঠানে যারা মব করেছে, তারা অপরাধী না? আপনি দেখেন না কে অপরাধী?“
তিনি সবাইকে উদ্দেশ করে বলেন, “একাত্তর সালে যেমন সবাই একত্রে হয়েছিলাম, ঠিক তেমনি ২০২৫ সালেও আমরা ঐকবদ্ধ থাকবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনী এ সমাবেশ আয়োজন করে। এতে অন্যদের মধ্যে কোম্পানী কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, কাদেরিয়া বাহিনীর কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, কোম্পানি কমান্ডার হুমায়ুন বাংগাল, কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী,ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম