দেশে সর্বোচ্চ লবণ উৎপাদনের রেকর্ড
- আপডেট সময় ১০:৩৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১১৪ বার পড়া হয়েছে
পরিকল্পিতভাবে লবণ উৎপাদন শুরুর পর চলতি মৌসুমে দেশে সবচেয়ে বেশি পরিমাণ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ মৌসুমে উৎপাদিত লবণ গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ।
বুধবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিক। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ এপ্রিল) ১০ হাজার ৯৩০ টন লবণ উৎপাদনের মাধ্যমে চলতি মৌসুমে মোট লবণ উৎপাদন হয়েছে ১৮ লাখ ৩৯ হাজার টন, যা বিগত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছর উৎপাদন হয় ১৮ লাখ ৩২ হাজার টন। চলতি মৌসুমে চাষের জমির পরিমাণ ৬৬ হাজার ৪২৪ একর।
গত বছরের তুলনায় চাষের জমি বেড়েছে তিন হাজার ১৩৩ একর। চলতি মৌসুমে লবণ উৎপাদন চলমান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ২০ লাখ টনের বেশি লবণ উৎপাদন সম্ভব হবে। বিসিক জানায়, ১৯৬১ সাল থেকে পরিকল্পিতভাবে বিসিকের মাধ্যমেই লবণ উৎপাদন কার্যক্রম শুরু হয়। লবণ আমদানি না করে দেশে উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে চলতি মৌসুমের এক মাস আগেই লবণ চাষিদেরকে মাঠে নামানো হয়।
বর্তমানে কক্সবাজারে অবস্থিত বিসিকের লবণ শিল্পের উন্নয়ন কর্মসূচি কার্যালয়ের আওতাধীন ১২টি লবণ কেন্দ্রের মাধ্যমে কক্সবাজারের সব উপজেলায় এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণ চাষের জন্য চাষিদের প্রশিক্ষণ, ঋণ প্রদান এবং প্রযুক্তি সম্প্রসারণসহ সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।