০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম
ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৪:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ৩২৮ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত পরিচয় কিশোরের (১২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টায় মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ধানমন্ডি থানার পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, ধারনা করা হচ্ছে গোসল করতে ওই কিশোর লেকের পানিতে নেমেছিল। লেকের পাড়ে তার স্যান্ডেল এবং শার্ট পাওয়া গেছে। এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি।
তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সহযোগিতায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।
ট্যাগস











