০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, ধর্ষণ, অভিবাসী চোরাচালান ও অপহরণের মতো গুরুতর অপরাধে সাজা খাটছেন এমন ব্যক্তিরা এ সুযোগ পাবেন না।

ধারণক্ষমতার বেশি বন্দি, ১০ হাজার কয়েদিকে ছেড়ে দিতে পারে ইতালি

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৭:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে

ইতালির মিলানের এক কারাগারে এক বন্দি। ছবি: রয়টার্স

 

বন্দিশালায় উপচে পড়া ভিড় শিথিলে কারাগার থেকে ১০ হাজার বন্দি বা মোট কয়েদির প্রায় ১৫ শতাংশকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে ইতালির বিচার মন্ত্রণালয়।

মঙ্গলবার ১৫ জুলাই  রাতে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, কারাগারের বিকল্প হিসেবে গৃহবন্দিত্ব বা শর্তসাপেক্ষে মুক্তি ও নজরদারিতে রাখাসহ বিকল্প ব্যবস্থায় পাঠানোর মতো ১০ হাজার ১০৫ জন ‘সম্ভাব্য যোগ্য’ বন্দি রয়েছে।

যাদের রায় চূড়ান্ত হয়েছে ও আপিলের সুযোগ নেই, কারাভোগের মেয়াদ বাকি রয়েছে দুই বছরের কম এবং গত ১২ মাসে গুরুতর কোনো শৃঙ্খলজনিত অপরাধ নেই তাদেরকে এ সুযোগ দেওয়া হতে পারে।

তবে সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, ধর্ষণ, অভিবাসী চোরাচালান ও অপহরণের মতো গুরুতর অপরাধে সাজা খাটছেন এমন ব্যক্তিরা এ সুযোগের বাইরে থাকবেন, মন্ত্রণালয় এমনটা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের দেওয়া তথ্য অনুযায়ী, কারাবন্দির ভিড় হিসাবে ইউরোপের মধ্যে ইতালির অবস্থান উপরের দিকে। দেশটিতে এখন কারাবন্দির সংখ্যা ধারণক্ষমতার ১২২ শতাংশ।

১০০ শতাংশের বেশি মানেই বন্দির সংখ্যা ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। বন্দি ধারণক্ষমতায় ইউরোপে ইতালির উপরে রয়েছে কেবল তুরস্ক, ফ্রান্স ও সাইপ্রাস।

গ্রীষ্মের তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাহীন আটক কেন্দ্রগুলোতে আত্মহত্যা ও নানান অসুবিধার অভিযোগ বেড়ে যাওয়ার পর বন্দিদের দুর্দশার বিষয়টি সবার নজরে এসেছে।

তারপরও আগেভাগে বন্দিদের ছেড়ে দেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল। তবে বিচার মন্ত্রণালয় বলছে, রাতারাতি অনেক বন্দি ছাড়া পেয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন নয়।

কারাগার ও প্যারোল বিচারকদের সঙ্গে সমন্বয় করে কারামুক্তির সুযোগ পেতে পারে এমন প্রত্যেকের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে; ওই টাস্ক ফোর্স প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং সেপ্টেম্বরের মধ্যে তাদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন জমা দেবে, বলেছে তারা।

সূত্র :  বার্তাসংস্থা রয়টার্স

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, ধর্ষণ, অভিবাসী চোরাচালান ও অপহরণের মতো গুরুতর অপরাধে সাজা খাটছেন এমন ব্যক্তিরা এ সুযোগ পাবেন না।

ধারণক্ষমতার বেশি বন্দি, ১০ হাজার কয়েদিকে ছেড়ে দিতে পারে ইতালি

আপডেট সময় ০৭:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

বন্দিশালায় উপচে পড়া ভিড় শিথিলে কারাগার থেকে ১০ হাজার বন্দি বা মোট কয়েদির প্রায় ১৫ শতাংশকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে ইতালির বিচার মন্ত্রণালয়।

মঙ্গলবার ১৫ জুলাই  রাতে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, কারাগারের বিকল্প হিসেবে গৃহবন্দিত্ব বা শর্তসাপেক্ষে মুক্তি ও নজরদারিতে রাখাসহ বিকল্প ব্যবস্থায় পাঠানোর মতো ১০ হাজার ১০৫ জন ‘সম্ভাব্য যোগ্য’ বন্দি রয়েছে।

যাদের রায় চূড়ান্ত হয়েছে ও আপিলের সুযোগ নেই, কারাভোগের মেয়াদ বাকি রয়েছে দুই বছরের কম এবং গত ১২ মাসে গুরুতর কোনো শৃঙ্খলজনিত অপরাধ নেই তাদেরকে এ সুযোগ দেওয়া হতে পারে।

তবে সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, ধর্ষণ, অভিবাসী চোরাচালান ও অপহরণের মতো গুরুতর অপরাধে সাজা খাটছেন এমন ব্যক্তিরা এ সুযোগের বাইরে থাকবেন, মন্ত্রণালয় এমনটা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের দেওয়া তথ্য অনুযায়ী, কারাবন্দির ভিড় হিসাবে ইউরোপের মধ্যে ইতালির অবস্থান উপরের দিকে। দেশটিতে এখন কারাবন্দির সংখ্যা ধারণক্ষমতার ১২২ শতাংশ।

১০০ শতাংশের বেশি মানেই বন্দির সংখ্যা ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। বন্দি ধারণক্ষমতায় ইউরোপে ইতালির উপরে রয়েছে কেবল তুরস্ক, ফ্রান্স ও সাইপ্রাস।

গ্রীষ্মের তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাহীন আটক কেন্দ্রগুলোতে আত্মহত্যা ও নানান অসুবিধার অভিযোগ বেড়ে যাওয়ার পর বন্দিদের দুর্দশার বিষয়টি সবার নজরে এসেছে।

তারপরও আগেভাগে বন্দিদের ছেড়ে দেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল। তবে বিচার মন্ত্রণালয় বলছে, রাতারাতি অনেক বন্দি ছাড়া পেয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন নয়।

কারাগার ও প্যারোল বিচারকদের সঙ্গে সমন্বয় করে কারামুক্তির সুযোগ পেতে পারে এমন প্রত্যেকের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে; ওই টাস্ক ফোর্স প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং সেপ্টেম্বরের মধ্যে তাদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন জমা দেবে, বলেছে তারা।

সূত্র :  বার্তাসংস্থা রয়টার্স

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম