০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫
সোম থেকে বুধবার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

নদ-নদীর পানি বাড়ার আভাস:পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ

নিজস্ব প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

 

দেশের কয়েকটি বিভাগে ভারি বৃষ্টি হলে আগামী কয়েকদিন দেশের নদ-নদীর পানি বাড়তে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার কেন্দ্রের বুলেটিনে এ কথা বলা হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, প্রধান নদ-নদীসমূহের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘন্টায় নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে সোম থেকে বুধবার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে; এবং সিলেট জেলায় সতর্কসীমায় (বিপদসীমার কাছাকাছি) প্রবাহিত হতে পারে।

এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা মাঝারি থেকে মাঝারি-ভারি এবং পরবর্তী দুই দিন মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে।

রোববার থেকে থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত এসব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এদিকে, গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা ১১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে মাতামুহুরি, হালদা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।

আর, সাঙ্গু, মাতামুহুরী ও হালদা নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এই অববাহিকায় আগামী এক দিন মাঝারি-ভারি থেকে ভারি, ও পরবর্তী দুই দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে; এবং নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীগুলোর পানি সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে; এই অববাহিকায় আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার বিরাজমান আছে। যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এই অববাহিকায় আগামী এক দিন মাঝারি-ভারি থেকে ভারি, ও পরবর্তী দুই দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে জানিয়ে এতে বলা হয়, আগামী ১২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

 

নিজস্ব প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

সোম থেকে বুধবার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

নদ-নদীর পানি বাড়ার আভাস:পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ

আপডেট সময় ০৫:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

 

দেশের কয়েকটি বিভাগে ভারি বৃষ্টি হলে আগামী কয়েকদিন দেশের নদ-নদীর পানি বাড়তে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার কেন্দ্রের বুলেটিনে এ কথা বলা হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, প্রধান নদ-নদীসমূহের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘন্টায় নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে সোম থেকে বুধবার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে; এবং সিলেট জেলায় সতর্কসীমায় (বিপদসীমার কাছাকাছি) প্রবাহিত হতে পারে।

এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা মাঝারি থেকে মাঝারি-ভারি এবং পরবর্তী দুই দিন মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে।

রোববার থেকে থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত এসব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এদিকে, গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা ১১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে মাতামুহুরি, হালদা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।

আর, সাঙ্গু, মাতামুহুরী ও হালদা নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এই অববাহিকায় আগামী এক দিন মাঝারি-ভারি থেকে ভারি, ও পরবর্তী দুই দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে; এবং নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীগুলোর পানি সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে; এই অববাহিকায় আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার বিরাজমান আছে। যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এই অববাহিকায় আগামী এক দিন মাঝারি-ভারি থেকে ভারি, ও পরবর্তী দুই দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে জানিয়ে এতে বলা হয়, আগামী ১২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

 

নিজস্ব প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম