০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম
বাঁহাতি স্পিনে দারুণ বোলিংয়ে পাঁচ উইকেট নিলেন মোহাম্মদ নাওয়াজ, প্রথম পর্বে আফগানিস্তানের বিপক্ষে হারের বদলা নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিতল পাকিস্তান।
নাওয়াজের হ্যাটট্রিক, আফগান ব্যাটিং গুঁড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ০১:০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
স্পিনারদের জন্য আদর্শ উইকেট। বল টার্ন ও গ্রিপ করল বেশ। ভালো বোলিং করলেন দুই দলের স্পিনাররাই। যেখানে সবচেয়ে উজ্জ্বল নাম মোহাম্মদ নাওয়াজ। তার স্পিন বিষে নীল হলো আফগানিস্তানের ব্যাটিং। বড় জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতল পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার ফাইনালে পাকিস্তানের জয় ৭৫ রানে। ১৪১ রানের পুঁজি নিয়ে আফগানদের স্রেফ ৬৬ রানে গুটিয়ে দিয়েছে সালমান আলি আগার দল।
পাকিস্তানের নায়ক মোহাম্মদ নাওয়াজ। দেশটির তৃতীয় বোলার হিসেবে এই সংস্করণে হ্যাটট্রিক করেছেন তিনি। চার ওভারে একটি মেডেনে ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। তার আগে ব্যাট হাতে ২ ছক্কায় খেলেছেন ২১ বলে ২৫ রানের ইনিংস।
পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি প্রথমবার। ৫ রানে ৩ উইকেট ছিল তার আগের সেরা বোলিং।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম