০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
পূজা রেপার্টরি ডান্স থিয়েটার ‘তুরঙ্গমীর' প্রতিষ্ঠাতা পরিচালক।

নাচের ক্লাস নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন পূজা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

পূজা সেনগুপ্ত। ছবি: নূর এ আলম।

 

ড্যান্স থিয়েটারবিষয়ক মাস্টারক্লাস নেওয়ার জন্য সিঙ্গাপুরের র‍্যাফেলস মিউজিক কলেজ থেকে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।

অগাস্টের ১২ ও ১৩ তারিখে র‍্যাফেলস মিউজিক কলেজের নৃত্য বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার কথা রয়েছে পূজার। এজন্য সিঙ্গাপুরের উদ্দেশে সোমবার দেশ ছাড়ছেন পূজা।

এ ধরনের একটি সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে পূজা গ্লিটজকে বলেন, “এটা একটা আনন্দের বিষয়, আমাদের দেশে সবসময় বিদেশি নাচের চর্চাই হয়ে এসেছে, বিদেশের শিল্পীরা আমাদের নাচ শিখিয়েছেন। ‘তুরঙ্গমী’ প্রতিষ্ঠাতার পর থেকে আমরাই কিন্তু প্রথম যারা আমাদের নাচ বিদেশিদের শেখানোর উদ্যোগ নিয়েছি। এর আগেও আমরা বিভিন্ন দেশে এই ক্লাস নিয়েছি, পারফর্ম্যান্স করেছি।”

 

পূজা সেনগুপ্ত। ছবি: তুরঙ্গমী  

পূজা সেনগুপ্ত। ছবি: তুরঙ্গমী

 

পূজা রেপার্টরি ডান্স থিয়েটার ‘তুরঙ্গমীর’ প্রতিষ্ঠাতা পরিচালক। ২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘তুরঙ্গমী’।

এই শিল্পীর নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ‘ওয়াটারনেস’, ‘অনামিকা সাগরকন্যা’, ‘নন্দিনী’, ‘হোচিমিন’, ‘অদম্য’, ‘ধরা তরু কাব্য’, ‘অরণ্যা’, ‘রেজুলিউশন’ অন্যতম।

নাচ নিয়ে পূজা এরিমধ্যে ভ্রমণ করেছেন বিশ্বের বহু দেশে, নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে।

হোচিমিন প্রযোজনার জন্য পূজা সেনগুপ্তকে ভিয়েতনাম সরকারের রাষ্ট্রীয় সম্মাননা ‘ফ্রেন্ডশিপ মেডেল’ দেয় ২০২২ সালে।

 

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

পূজা রেপার্টরি ডান্স থিয়েটার ‘তুরঙ্গমীর' প্রতিষ্ঠাতা পরিচালক।

নাচের ক্লাস নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন পূজা সেনগুপ্ত

আপডেট সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

 

ড্যান্স থিয়েটারবিষয়ক মাস্টারক্লাস নেওয়ার জন্য সিঙ্গাপুরের র‍্যাফেলস মিউজিক কলেজ থেকে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।

অগাস্টের ১২ ও ১৩ তারিখে র‍্যাফেলস মিউজিক কলেজের নৃত্য বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার কথা রয়েছে পূজার। এজন্য সিঙ্গাপুরের উদ্দেশে সোমবার দেশ ছাড়ছেন পূজা।

এ ধরনের একটি সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে পূজা গ্লিটজকে বলেন, “এটা একটা আনন্দের বিষয়, আমাদের দেশে সবসময় বিদেশি নাচের চর্চাই হয়ে এসেছে, বিদেশের শিল্পীরা আমাদের নাচ শিখিয়েছেন। ‘তুরঙ্গমী’ প্রতিষ্ঠাতার পর থেকে আমরাই কিন্তু প্রথম যারা আমাদের নাচ বিদেশিদের শেখানোর উদ্যোগ নিয়েছি। এর আগেও আমরা বিভিন্ন দেশে এই ক্লাস নিয়েছি, পারফর্ম্যান্স করেছি।”

 

পূজা সেনগুপ্ত। ছবি: তুরঙ্গমী  

পূজা সেনগুপ্ত। ছবি: তুরঙ্গমী

 

পূজা রেপার্টরি ডান্স থিয়েটার ‘তুরঙ্গমীর’ প্রতিষ্ঠাতা পরিচালক। ২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘তুরঙ্গমী’।

এই শিল্পীর নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ‘ওয়াটারনেস’, ‘অনামিকা সাগরকন্যা’, ‘নন্দিনী’, ‘হোচিমিন’, ‘অদম্য’, ‘ধরা তরু কাব্য’, ‘অরণ্যা’, ‘রেজুলিউশন’ অন্যতম।

নাচ নিয়ে পূজা এরিমধ্যে ভ্রমণ করেছেন বিশ্বের বহু দেশে, নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে।

হোচিমিন প্রযোজনার জন্য পূজা সেনগুপ্তকে ভিয়েতনাম সরকারের রাষ্ট্রীয় সম্মাননা ‘ফ্রেন্ডশিপ মেডেল’ দেয় ২০২২ সালে।

 

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম