মৌসুমে চতুর্থ ম্যাচে এসে অবশেষে প্রথম জয়ের দেখা পেল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
নাটকীয়তায় ঠাসা লড়াইয়ে শেষের গোলে ইউনাইটেডের উচ্ছ্বাস

- আপডেট সময় ১২:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম গোল পেলেন ব্রায়ান এমবুমো (বাঁয়ে)। ছবি: রয়টার্স
ভাগ্য সুপ্রসন্ন হলো, প্রথমার্ধে মিলে গেল গোল। আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠজুড়ে দাপট দেখাল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলের দেখা আর মেলে না। বিরতির পর পাল্টা আঘাত হানল বার্নলি। ১১ মিনিটের মধ্যে দুই পাশের তিন গোলে ফের পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গেল হুবেন অ্যামুরির দল। তবে, এদিন আর হতাশ হতে হয়নি তাদের। শেষদিকে অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসের সফল স্পট কিকে কাঙ্ক্ষিত জয়ের আনন্দে ভাসল ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে অনেক নাটকীয়তার পর ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা। লিগে তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেল তারা।
প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর সমতা টানেন লাইল ফস্টার। কিছুক্ষণের মধ্যে ব্রায়ান এমবুমোর গোলে আবার এগিয়ে যায় ইউনাইটেড এবং জেইডন অ্যান্থনির গোলে ফের সমতায় ফেরে বার্নলি। এরপর শেষ দিকে ফের্নান্দেসের ওই গোলে জয়ের হাসি হাসে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।
লিগে প্রথম দুই ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কা এবং গত বুধবার চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউনের বিপক্ষে টাইব্রেকারে হেরে লিগ কাপ থেকে ছিটকে যাওয়ার পর, জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড।
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত নবম স্থানে আছে দলটি। আর ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বার্নলি।
প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য পাঁচটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড, কিন্তু এর একটিও পায়নি জালের ছোঁয়া। তবে সৌভাগ্যের জোরে এই সময়েই এগিয়ে যায় দলটি।
২৭তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিকে বল ডি-বক্সে পেয়ে জোরাল হেড করেন কাসেমিরো, যদিও বল ক্রসবারে বাধা পায়। তবে ক্রসবারে লেগে বল ফেরার পথে বার্নলির ডিফেন্সিভ মিডফিল্ডার জস কালেনের গায়ে লেগে ঠিকানায় পৌঁছে যায়। গোলরক্ষক শেষমুহূর্তে ঝাঁপিয়ে কোনোমতে বল ফেরালেও, ততক্ষণে তা গোললাইন পেরিয়ে যায়।
দাপুটে ফুটবলে প্রথমার্ধের পুরোটা সময় একচেটিয়া চাপ ধরে রাখে ইউনাইটেড। গোলের জন্য ১৪টি শট নিয়ে দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে তারা, কিন্তু বিরতির আগে ব্যবধান বাড়াতে পারেনি কেউ। এই অর্ধের আট মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে প্রতি-আক্রমণে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে, গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন আমাদ দিয়ালো।
বিরতির পর অবশ্য পাল্টে যায় চিত্র। আরও একবার খেই হারিয়ে ফেলে ইউনাইটেড।
প্রথমার্ধে গোলের জন্য বার্নলি কেবল দুটি শট নিতে পারে, সেটাও লক্ষ্যভ্রষ্ট। সেই তারাই ৫৫তম মিনিটে আচমকা এক আক্রমণে সমতায় ফেরে। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ছয় গজ বক্সের সামনে পেয়ে ডান পা বাড়িয়ে শূন্যে এক টোকায় বল জালে পাঠান লাইল ফস্টার।
তাদের সেই উচ্ছ্বাস অবশ্য একটু পরই থেমে যায়। গোল হজমের দু্ই মিনিটের মধ্যে দিয়েগো দালোতের কাটব্যাক ফাঁকায় পেয়ে সহজেই স্কোরলাইন ২-১ করেন ব্রায়ান এমবুমো।
ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম গোল পেলেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। গত সপ্তাহে লিগ কাপে গ্রিমসবি টাউনের বিপক্ষে দলের প্রথম গোলটি করেছিলেন তিনি।
৬৬তম মিনিটে আবার গোল হজম করে ইউনাইটেড। কাছ থেকে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি।
অধিকাংশ সময় পজেশন রেখে বাকি সময়েও আক্রমণে চাপ ধরে রাখে ইউনাইটেড, কিন্তু গোল আর মিলছিল না। যোগ করা সময়ের প্রথম মিনিটে দিয়ালো ডি-বক্সে ফাউলের শিকার হলে, ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথায় স্পট কিকে দলকে উল্লাসে ভাসান অধিনায়ক ফের্নান্দেস।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম