০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রুপগঞ্জে নান্নু স্পিনিং মিলস ও আড়াইহাজারের এইচপি কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুর সোয়া ১টায় নান্নু স্পিনিং মিলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৪টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই শুরু হয় ডাম্পিংয়ের কাজ।

অন্যদিকে মঙ্গলবার দুপুর দেড়টায় আড়াইহাজারে এইচপি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে পুলিশ ও রেড ক্রিসেন্টের সদস্যরা। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন বলেন, রুপগঞ্জে নান্নু স্পিনিং মিলসের আগুন নিয়ন্ত্রণের পর এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আড়াইহাজারে এইচপি কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফখরুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৯:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

নারায়ণগঞ্জের রুপগঞ্জে নান্নু স্পিনিং মিলস ও আড়াইহাজারের এইচপি কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুর সোয়া ১টায় নান্নু স্পিনিং মিলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৪টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই শুরু হয় ডাম্পিংয়ের কাজ।

অন্যদিকে মঙ্গলবার দুপুর দেড়টায় আড়াইহাজারে এইচপি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে পুলিশ ও রেড ক্রিসেন্টের সদস্যরা। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন বলেন, রুপগঞ্জে নান্নু স্পিনিং মিলসের আগুন নিয়ন্ত্রণের পর এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আড়াইহাজারে এইচপি কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফখরুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।