০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
নারীদের সামাজিক সুরক্ষায় ভুমিকা রাখায় রাষ্ট্রপতির প্রশংসায় ভুষিত সাংবাদিক ফারজানা বিনতে হোসাইন
সাইমুম সারোয়ার
- আপডেট সময় ০১:৫২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ২৩ বার পড়া হয়েছে
টেলিভিশন রিপোর্টিং এর মাধ্যমে নারীদের সুরক্ষা ও সামাজিক অবস্থানে গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রে ভুমিকা রাখায় প্রেসিডেন্টশিয়াল এপ্রিসিয়েশন সম্মানে ভূষিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ফারজানা বিনতে হোসাইন। তার করা প্রতিবেদন “শিক্ষালয়ে যৌন নিপীড়নবিরোধী আইন মানা হচ্ছে না” শীর্ষক প্রতিবেদনটির জন্য তাকে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এ সম্মানে ভূষিত করেন।
২০০৯ সালে যৌন নিপীড়ন বিরোধী আইন নামে যুগান্তকারী আইন প্রনয়ন করে সংসদ। কিন্তু অবহেলা, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্মানের কথা ভেবে বাস্তবে এই আইন প্রয়োগ নেই। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে কেবল নারী শিক্ষার্থীই নয়, পুরুষ শিক্ষার্থী ও শিক্ষকরাও যৌন নির্যাতনের শিকার হলেও সঠিক বিচার পায় না। এই বিষয়টিই তার প্রতিবেদনে তুলে ধরেন ফারজানা বিনতে হোসাইন। দেশের শীর্ষ গনমাধ্যম একুশে টেলিভিশনে প্রচারিত বিশেষ প্রতিবেদনটি প্রথমে উচ্চ আদালতের দৃষ্টিগোচর হয়। এরপর আদালত স্বপ্রনোদিত হয়ে ‘এই আইন ও বিধি প্রয়োগে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলার জন্য কেন শাস্তি দেয়া হবে না” মর্মে রূল জারি করলে নড়েচড়ে বসে শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ফলে প্রতিটি প্রতিষ্ঠানে ৫ জন বিশেষজ্ঞ সদস্যের বিশেষ কমিটি তৈরী ও দৃশ্যমান অভিযোগ বাক্স স্থাপন করা হয়। এতে স্বস্তি পায় শিক্ষার্থীরা।
বাংলাদেশ সরকারের এই আইনের প্রয়োগ ও শিক্ষার্থীদের যৌন নিপীড়ন বন্ধে ফারজানা বিনতে হোসাইন এর প্রকাশিত টিভি সংবাদটির বিশেষ ভূমিকা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তাঁর কার্যালয় বঙ্গভবনের দৃষ্টিগোচর হয়। পরে একটি আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ও বিশ্লেষক ফারজানা বিনতে হোসাইন শোভাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি। একই সাথে ফারজানা বিনতে হোসাইনকে রাষ্ট্রপতি কার্যালয় থেকে প্রেসিডেন্টশিয়াল এপ্রিসিয়েশনের বিশেষ সনদ প্রদান করা হয়।
ফারজানার সাংবাদিকতা অতীতের মত ভবিষ্যতেও সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি ও দুর্নীতি তুলে ধরে সমাজে ন্যায় স্থাপনে ভুমিকা রাখবে ও সরকারকে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন মহামান্য রাষ্ট্রপতি। একই ভাবে অন্য সাংবাদিকদেরকে রাষ্ট্র ও জনগনের কল্যানে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
ট্যাগস