এই বন্দুক সহিংসতায় নিহত চারজনের মধ্যে একজন নিউ ইয়র্ক পুলিশে বিভাগের ৩৬ বছর বয়সী এক কর্মকর্তা।
নিউ ইয়র্কের ভবনে ৪ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

- আপডেট সময় ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর মিডটাউন ম্যানহটনের একটি আকাশচুম্বী ভবনে এক বন্দুকধারী গুলি করে চারজনকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সোমবার ২৮ জুলাই ম্যানহটনের যে ভবনটিতে ঘটনাটি ঘটেছে সেখানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) সদরদপ্তর এবং ব্ল্যাকস্টোনসহ বেশ কয়েকটি অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দপ্তর আছে।
রয়টার্স জানায়, নিহত চারজনের মধ্যে একজন নিউ ইয়র্ক পুলিশে বিভাগের ৩৬ বছর বয়সী এক কর্মকর্তা যিনি সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন। নিহত অপর তিনজন বেসামরিক বলে ধারণা করা হচ্ছে।
নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বন্দুকধারী লাগ ভেগাসে থাকতেন। কিছুদিন ধরে তিনি নিউ ইয়র্কে এসে থাকছিলেন। হত্যাকাণ্ড চালানোর পর তিনি নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেন।
টিশ বলেন, বন্দুকধারী একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে তার সম্ভাব্য কারণ বের করতে তদন্ত চলছে।
সিএনএন সন্দেহভাজনের একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, পুলিশ ছবিটি শেয়ার করেছে।
সূত্র : সিএনএন
বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম