০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
এ আয়োজন করতে যাচ্ছে ‘ইউনাইটেড স্টেটস–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’।

নিউ ইয়র্কে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস এক্সপো নভেম্বরে

নিউ ইয়র্ক প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ (মাঝে)।

 

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাড়াতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের ‘চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার-২০২৫’।

আসছে ২১ ও ২২ নভেম্বর লাগোয়ার্ডিয়া বিমানবন্দর সংলগ্ন হিল্টন লাগোয়ার্ডিয়া হোটেলের বলরুমে এ মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার নিউ ইয়র্কের জ্যামাইকায় এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড স্টেটস–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউএসবিসিসিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মো. লিটন আহমেদ মেলার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, “এবারের মেলায় আগের বছরের তুলনায় বেশিসংখ্যক ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং দুই দেশের নীতিনির্ধারক অংশ নেবেন।

“বিভিন্ন খাতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার (এসএমই) পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগ ও অংশীদারিত্বের সুযোগ থাকবে। এছাড়া ট্রেড, বিনিয়োগ, প্রযুক্তি, রেমিট্যান্স, নারী উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা নিয়ে সেমিনার এবং আলোচনা হবে। সফল উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হবে ‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।”

আয়োজক সংগঠনের পরিচালক শেখ ফরহাদ বলেন, “এই মেলা শুধু প্রদর্শনী নয়, বরং বি-টু-বি মিটিং, সেমিনার, নেটওয়ার্কিং এবং অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”

পরিচালক আহাদ আলী মনে করেন, মেলার মাধ্যমে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ পাবে। তার মতে, প্রবাসী বাংলাদেশিরা এই প্ল্যাটফর্ম থেকে সর্বাধিক উপকৃত হবেন।

আরেক পরিচালক ইসমাইল আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে এসএমই উদ্যোক্তাদের জন্য এমন একটি সেতুবন্ধন তৈরি করা, যেখানে তারা যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে টেকসই ব্যবসা গড়ে তুলতে পারবেন।”

এছাড়া এই মেলা বাংলাদেশের এসএমই খাতকে বৈশ্বিক বাজারে প্রবেশ এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের পথ খুলে দেবে বলে আশা করেন পরিচালক মো. বদরুদ্দোজা সাগর।

 

 

নিউ ইয়র্ক প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

এ আয়োজন করতে যাচ্ছে ‘ইউনাইটেড স্টেটস–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’।

নিউ ইয়র্কে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস এক্সপো নভেম্বরে

আপডেট সময় ১১:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

 

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাড়াতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের ‘চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার-২০২৫’।

আসছে ২১ ও ২২ নভেম্বর লাগোয়ার্ডিয়া বিমানবন্দর সংলগ্ন হিল্টন লাগোয়ার্ডিয়া হোটেলের বলরুমে এ মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার নিউ ইয়র্কের জ্যামাইকায় এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড স্টেটস–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউএসবিসিসিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মো. লিটন আহমেদ মেলার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, “এবারের মেলায় আগের বছরের তুলনায় বেশিসংখ্যক ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং দুই দেশের নীতিনির্ধারক অংশ নেবেন।

“বিভিন্ন খাতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার (এসএমই) পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগ ও অংশীদারিত্বের সুযোগ থাকবে। এছাড়া ট্রেড, বিনিয়োগ, প্রযুক্তি, রেমিট্যান্স, নারী উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা নিয়ে সেমিনার এবং আলোচনা হবে। সফল উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হবে ‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।”

আয়োজক সংগঠনের পরিচালক শেখ ফরহাদ বলেন, “এই মেলা শুধু প্রদর্শনী নয়, বরং বি-টু-বি মিটিং, সেমিনার, নেটওয়ার্কিং এবং অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”

পরিচালক আহাদ আলী মনে করেন, মেলার মাধ্যমে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ পাবে। তার মতে, প্রবাসী বাংলাদেশিরা এই প্ল্যাটফর্ম থেকে সর্বাধিক উপকৃত হবেন।

আরেক পরিচালক ইসমাইল আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে এসএমই উদ্যোক্তাদের জন্য এমন একটি সেতুবন্ধন তৈরি করা, যেখানে তারা যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে টেকসই ব্যবসা গড়ে তুলতে পারবেন।”

এছাড়া এই মেলা বাংলাদেশের এসএমই খাতকে বৈশ্বিক বাজারে প্রবেশ এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের পথ খুলে দেবে বলে আশা করেন পরিচালক মো. বদরুদ্দোজা সাগর।

 

 

নিউ ইয়র্ক প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম