তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
নিউ ইয়র্কে বিএনপির সমাবেশে একতাবদ্ধ থাকার আহ্বান শাম্মী আকতার

- আপডেট সময় ০৭:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে

বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আকতার নিউ ইয়র্ক স্টেট বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সমাবেশে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আকতার।
তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
রোববার ১৩ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে নিউ ইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন তিনি।
শাম্মী আকতার অভিযোগ করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিএনপি ও তারেক রহমানকে লক্ষ্য করে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।”
রাজধানীতে সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর এই অপপ্রচার আরও তীব্র হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যারা নির্বাচনে অংশ নিলে বিজয়ের সম্ভাবনা দেখছেন না, তারাই এখন বিএনপির বিরুদ্ধে প্রচারণায় সক্রিয়। তারা মনে করছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে তাদের জন্য রাজনৈতিক ময়দানে টিকে থাকা কঠিন হয়ে যাবে।”
শাম্মী আকতার অভিযোগ করেন, “একাত্তরে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই আজ গুজব ও অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। অথচ বিএনপি একটি পোড় খাওয়া দল, মুক্তিযোদ্ধাদের দল। তাদের ইতিহাস আত্মত্যাগের ইতিহাস।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং গিয়াস আহমেদ।
তারা বলেন, “বাংলাদেশ আজ একটি রাজনৈতিক সঙ্কটে আছে। এই সঙ্কট থেকে উত্তরণের জন্য একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন প্রয়োজন।”
নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল। প্রবাসেও তার বিরুদ্ধে অপপ্রচারকারীদের চিহ্নিত করা হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদল কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির মোশারফ হোসেন সবুজ, এম জাহাংগীর, মো. সুরুজ্জামান, সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ।
বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম