০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
টাঙ্গাইলের সোমা সাঈদ কৈশোরে নিউ ইয়র্কে পাড়ি জমান, পড়ালেখা সেখানেই। ২০২১ সালে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন তিনি।

নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে বিচারপতি হওয়ার দৌড়ে বাংলাদেশি সোমা সাঈদ

নিউইয়র্ক প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:৫৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মতবিনিময় সভায় সোমা সাঈদ।

 

নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্য আসনে মনোনয়ন পেয়েছেন সোমা সাঈদ। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে জয় পেলে তিনি হবেন সেখানকার প্রথম বাংলাদেশি-আমেরিকান বিচারপতি।

এজন্য কমিউনিটির সবাইকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করে ২৫ অক্টোবরের আগাম ভোটে তাকে অংশ নিতে হবে। এরপর লড়তে হবে ৪ নভেম্বরের নির্বাচনে।

কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক ‘জুডিশিয়াল কনভেনশনে’ গত ৭ অগাস্ট নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের (কুইন্স বরো ট্রায়াল কোর্ট বেঞ্চ) পাঁচটি শূন্য আসনে বিচারপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সেখানে পার্টির প্রেসিডেন্ট কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স প্রার্থী হিসেবে ইরা গ্রিনবার্গ, সোমা সাঈদ, স্যান্দ্রা পেরেজ, ফ্রান্সেস ওয়াং ও গ্যারি মিরেটের নাম ঘোষণা করেন।

কুইন্স সিভিল কোর্টের বিচারক হওয়ার চার বছরের মাথায় নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার দৌড়ে নামছেন সোমা সাঈদ। কুইন্স কাউন্টির সিংহভাগই ডেমোক্র্যাট হলেও পাঁচ ডেমোক্র্যাটকেই লড়তে হবে রিপাবলিকানদের সঙ্গে।

 

মা-বাবার সঙ্গে ১২ বছর বয়সে নিউ ইয়র্কে পাড়ি জমান টাঙ্গাইলের সোমা সাঈদ, পড়ালেখা সেখানেই। ২০২১ সালে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন তিনি।

শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশি-আমেরিকান কম্যুনিটি অব এনওয়াইসি’ ব্যানারে মতবিনিময় সভা হয়। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রার্থী হিসেবে সোমা সাঈদের বিস্তারিত তুলে ধরা হয়।

সভায় সোমা সাঈদ বলেন, “আমার বাবা আফতাব সৈয়দ প্রবাস জীবনে সাংবাদিকতা করেছেন। তার কর্মনিষ্ঠা আমাকে উদ্বুদ্ধ করেছে মানবিক কল্যাণে। সে তাগিদে সামনের নির্বাচনেও যাতে জয়ী হতে পারি, সেজন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।”

নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ গুরদিপ সিং নাড়–লা এবং দর্জি লামা, সিভিল কোর্টের বিচারপতি প্রার্থী ইভ চো গুলেরগান, গ্যারি মিরিট, ফ্রান্সেস ওয়াই ওয়াং, কম্যুনিটি ইউনাইটেড ডেমক্র্যাটিক ক্লাবের সদস্য রিচার্ড রুলেন্স, ইমাম শামসী আলী, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসিরউদ্দিন, রাইজ আপ নিউ ইয়র্ক এর নেতা শামসুল হক, ব্যবসায়ী আসেফ বারি টুটুল, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, আনিসুল কবির জাসির ও সোহেল আহমেদ, মিজান চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

 

 

 

নিউইয়র্ক প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের সোমা সাঈদ কৈশোরে নিউ ইয়র্কে পাড়ি জমান, পড়ালেখা সেখানেই। ২০২১ সালে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন তিনি।

নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে বিচারপতি হওয়ার দৌড়ে বাংলাদেশি সোমা সাঈদ

আপডেট সময় ০১:৫৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

 

নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্য আসনে মনোনয়ন পেয়েছেন সোমা সাঈদ। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে জয় পেলে তিনি হবেন সেখানকার প্রথম বাংলাদেশি-আমেরিকান বিচারপতি।

এজন্য কমিউনিটির সবাইকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করে ২৫ অক্টোবরের আগাম ভোটে তাকে অংশ নিতে হবে। এরপর লড়তে হবে ৪ নভেম্বরের নির্বাচনে।

কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক ‘জুডিশিয়াল কনভেনশনে’ গত ৭ অগাস্ট নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের (কুইন্স বরো ট্রায়াল কোর্ট বেঞ্চ) পাঁচটি শূন্য আসনে বিচারপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সেখানে পার্টির প্রেসিডেন্ট কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স প্রার্থী হিসেবে ইরা গ্রিনবার্গ, সোমা সাঈদ, স্যান্দ্রা পেরেজ, ফ্রান্সেস ওয়াং ও গ্যারি মিরেটের নাম ঘোষণা করেন।

কুইন্স সিভিল কোর্টের বিচারক হওয়ার চার বছরের মাথায় নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার দৌড়ে নামছেন সোমা সাঈদ। কুইন্স কাউন্টির সিংহভাগই ডেমোক্র্যাট হলেও পাঁচ ডেমোক্র্যাটকেই লড়তে হবে রিপাবলিকানদের সঙ্গে।

 

মা-বাবার সঙ্গে ১২ বছর বয়সে নিউ ইয়র্কে পাড়ি জমান টাঙ্গাইলের সোমা সাঈদ, পড়ালেখা সেখানেই। ২০২১ সালে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন তিনি।

শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশি-আমেরিকান কম্যুনিটি অব এনওয়াইসি’ ব্যানারে মতবিনিময় সভা হয়। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রার্থী হিসেবে সোমা সাঈদের বিস্তারিত তুলে ধরা হয়।

সভায় সোমা সাঈদ বলেন, “আমার বাবা আফতাব সৈয়দ প্রবাস জীবনে সাংবাদিকতা করেছেন। তার কর্মনিষ্ঠা আমাকে উদ্বুদ্ধ করেছে মানবিক কল্যাণে। সে তাগিদে সামনের নির্বাচনেও যাতে জয়ী হতে পারি, সেজন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।”

নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ গুরদিপ সিং নাড়–লা এবং দর্জি লামা, সিভিল কোর্টের বিচারপতি প্রার্থী ইভ চো গুলেরগান, গ্যারি মিরিট, ফ্রান্সেস ওয়াই ওয়াং, কম্যুনিটি ইউনাইটেড ডেমক্র্যাটিক ক্লাবের সদস্য রিচার্ড রুলেন্স, ইমাম শামসী আলী, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসিরউদ্দিন, রাইজ আপ নিউ ইয়র্ক এর নেতা শামসুল হক, ব্যবসায়ী আসেফ বারি টুটুল, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, আনিসুল কবির জাসির ও সোহেল আহমেদ, মিজান চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

 

 

 

নিউইয়র্ক প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম