১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

নিরাপদ খাদ্যের সচেতনতা বৃদ্ধিতে রাস্তায় ডা. এজাজ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০১:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / ৯৫ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় অভিনেতা ডা. এজাজ। সম্প্রতি শোবিজে কাজ করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হয়েছেন এই অভিনেতা। চলতি রমজানে সুস্বাস্থ্য ও রোগমুক্ত জীবন পেতে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তিনি।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর পান্থপথে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অভিযানে অংশ নেন ডা. এজাজ। এ সময় গণমাধ্যমে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তার নানান বিষয় নিয়ে কথা বলেন গুণী এই অভিনেতা। সেখানে উপস্থিত সাংবাদিকদের ডা. এজাজ বলেন, জীবাণু মুক্ত খাবারটা সবার আগে নিশ্চিত করতে হবে।

আপনি যার কাছে থেকে খাবার নিচ্ছেন, সে হয়ত লেখাপড়া জানে না। কিন্তু যে নিচ্ছেন তিনি কিন্তু শিক্ষিত। তাই তার খাবার নেওয়ার সময় অবশ্যই সচেতনতা বজায় রাখতে হবে। তাকে দেখে নিতে হবে যে, পরিস্কারভাবে এবং মাস্ক পরিধান অবস্থায় খাবার দিচ্ছে কিনা। অভিনেতা আরও বলেন, আমরা এখন যেটা করছি, সেটা খুবই স্বল্প পরিসরে হচ্ছে। কিন্তু এই পদক্ষেপটা আরও বড় পরিসরে দেশের আনাচে কানাচে হওয়া দরকার।

তাহলেই মূলত সবার মধ্যে ধীরে ধীরে এই সচেতনতা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, এই কার্যক্রমের সময় অভিনেতার সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মো. আব্দুল আলীম, উপপরিচালক মো. আব্দুস সোবহান, মো. মুনতাসির হাসানসহ প্রমুখ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

নিরাপদ খাদ্যের সচেতনতা বৃদ্ধিতে রাস্তায় ডা. এজাজ

আপডেট সময় ০১:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

দেশের জনপ্রিয় অভিনেতা ডা. এজাজ। সম্প্রতি শোবিজে কাজ করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হয়েছেন এই অভিনেতা। চলতি রমজানে সুস্বাস্থ্য ও রোগমুক্ত জীবন পেতে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তিনি।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর পান্থপথে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অভিযানে অংশ নেন ডা. এজাজ। এ সময় গণমাধ্যমে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তার নানান বিষয় নিয়ে কথা বলেন গুণী এই অভিনেতা। সেখানে উপস্থিত সাংবাদিকদের ডা. এজাজ বলেন, জীবাণু মুক্ত খাবারটা সবার আগে নিশ্চিত করতে হবে।

আপনি যার কাছে থেকে খাবার নিচ্ছেন, সে হয়ত লেখাপড়া জানে না। কিন্তু যে নিচ্ছেন তিনি কিন্তু শিক্ষিত। তাই তার খাবার নেওয়ার সময় অবশ্যই সচেতনতা বজায় রাখতে হবে। তাকে দেখে নিতে হবে যে, পরিস্কারভাবে এবং মাস্ক পরিধান অবস্থায় খাবার দিচ্ছে কিনা। অভিনেতা আরও বলেন, আমরা এখন যেটা করছি, সেটা খুবই স্বল্প পরিসরে হচ্ছে। কিন্তু এই পদক্ষেপটা আরও বড় পরিসরে দেশের আনাচে কানাচে হওয়া দরকার।

তাহলেই মূলত সবার মধ্যে ধীরে ধীরে এই সচেতনতা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, এই কার্যক্রমের সময় অভিনেতার সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মো. আব্দুল আলীম, উপপরিচালক মো. আব্দুস সোবহান, মো. মুনতাসির হাসানসহ প্রমুখ।