নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরির ওপর চাপ নিশ্চয় আরও বাড়বে।
নিরুত্তাপ ডার্বিতে ইউনাইটেডকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

- আপডেট সময় ০১:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার ডার্বির নামের যে উত্তাপ, মাঠের লড়াইয়ে তার আঁচ লাগল না একটুও। প্রথমার্ধের সাদামাটা ফুটবলের মাঝে গোল পেয়ে গেল ম্যানচেস্টার সিটি। ব্রুনো ফের্নান্দেস ও তার সতীর্থরা বিরতির পরও নিজেদের মেলে ধরতে পারলেন না। আরও দুবার জালে বল পাঠিয়ে জয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন আর্লিং হলান্ড।
পুরো ম্যাচে প্রায় ৪৫ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সিটি। সেখানে প্রথম এক ঘণ্টায় গোলের জন্য মাত্র দুটি শট নিতে পারা ইউনাইটেডের বাকি সময়ের খেলায় কিছুটা উন্নতি হয়। এই সময় ১০টি শটও নেয় তারা; যদিও এর বেশিরভাগই ছিল ধারহীন।
জয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরুর পর, গত দুই রাউন্ডে হেরেছিল সিটি। আর প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর, গত ম্যাচে বার্নলির বিপক্ষে কষ্টে জিতেছিল ইউনাইটেড। এবার আসরে প্রথম হারের স্বাদ পেল তারা।
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ইউনাইটেড।
দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারানো লিভারপুল ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
আসরে প্রথম তিন ম্যাচের কেবল একটিতে বদলি নেমে মাত্র ১৫ মিনিট খেলতে পারা ফোডেন ডার্বিতে সুযোগ পেলেন শুরুর একাদশে। তার নৈপুণ্যেই লক্ষ্যে প্রথম প্রচেষ্টায় এগিয়ে যায় সিটি।
১৮তম মিনিটে জেরেমি ডোকুর ডি-বক্সে বাড়ানো বল হেডে জালে জড়ান ফোডেন। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই ইংলিশ মিডফিল্ডারের গোল হলো সাতটি; সিটির জার্সিতে ম্যানচেস্টার ডার্বিতে তার চেয়ে বেশি গোল আছে কেবল সের্হিও আগুয়েরোর (৮)।
প্রিমিয়ার লিগে ইউনাইটেডের চেয়ে কেবল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের জালে (৮) বেশিবার বল পাঠিয়েছেন ফোডেন।
ওই গোলের মুহূর্তটি বাদে প্রথমার্ধে উল্লেখযোগ্য আর কিছুই করতে পারেনি দুই দলের কেউ। ম্যাচের শুরুটা কিছুটা ভালো করলেও, গতি বা ছন্দ কিছুই ধরে রাখতে পারেনি ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের শুরুতে সিটির খেলায় কিছুটা গতির দেখা মেলে এবং ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ায় তারা। এই গোলেও জড়িয়ে ডোকুর নাম। ফোডেনের পাস ধরে তিনি থ্রু বল বাড়ান ডি-বক্সে আর কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন হলানড্।
দুই মিনিটের মধ্যে দ্বিতীয় গোলও পেতে পারতেন তিনি; তবে ছয় গজ বক্সের পাশে থেকে তার শট পোস্টে বাধা পায়।
৬১তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে ইউনাইটেড। গ্রীষ্মের দলবদলে ব্রেন্টফোর্ড থেকে সাড়ে ছয় কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে ওল্ড ট্র্যাফোর্ডে আসা ব্রায়ান এমবুমো ডি-বক্সের মধ্যে থেকে জোরাল ভলি করেন, দারুণ নৈপুণ্যে সেটা রুখে দেন কদিন আগে পিএসজি ছেড়ে সিটিতে যোগ দেওয়া জানলুইজি দোন্নারুম্মা।
৬৮তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হলান্ড। বের্নার্দো সিলভার থ্রু পাস মাঝমাঠে ধরে, বিনা বাধায় ছুটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন তিনি।
এবারের লিগে চার ম্যাচে নরওয়ে তারকার গোল হলো পাঁচটি।
বাকি সময়ে পজেশন ধরে রেখে আক্রমণের চেষ্টা করে ইউনাইটেড। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো যদিও কিছু করতে পারেনি তারা।
আগে থেকেই চাপে আছেন ইউনাইটেড কোচ অ্যামুরি। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সের পর সেই চাপ নিশ্চয় আরও বাড়বে।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম