০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
“ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কনস্টিটিয়েন্সি ক্যানসেল করে দিব।“

নির্বাচনের কর্মপরিকল্পনা আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে: সিইসি

রাজশাহী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে আঞ্চলিক লোকপ্রশাসন হল রুমে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ‘মোটামুটি প্রস্তুত’, আগামী সপ্তাহে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে চিঠি পাওয়ার উল্লেখ করে তিনি বলেছেন, “তারপর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা মোটামুটি প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহেই তা ঘোষণা করা হতে পারে।”

শনিবার রাজশাহীতে আঞ্চলিক লোকপ্রশাসন হল রুমে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। ভোটের জন্য লজিস্টিকস কেনাকাটা এগিয়ে চলছে। নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি চলবে।

ভোটকেন্দ্র দখল করার জন্য যারা বসে আছেন তাদের ‘স্বপ্নভঙ্গ’ হবে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, “যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ- সেই সুযোগ তারা পাবে না। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কনস্টিটিয়েন্সি ক্যানসেল করে দিব।“

নির্বাচন কমিশন ‘জনগণের পক্ষে’ কাজ করছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। রাজনৈতিক বিতর্কের মধ্যে থাকতে চাই না।”

নির্বাচন নিয়ে বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে সিইসি বলেন, “এখন পর্যন্ত সরকার কোনো চাপ দেয়নি। চাপ দিলে আমি চেয়ারে থাকব না।”

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে। আশা করি ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

“সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি।”

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, “বিষয়টি নিয়ে রাজনৈতিক পর্যায়ে আলোপ আলোচনা চলছে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং বিচার-প্রক্রিয়া চলছে। বিচার চলাকালীন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়, রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে মতবিনিময় সভায় নির্বাচন কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় অংশ নেন রাজশাহী বিভাগের আট জেলার নির্বাচন কর্মকর্তারা, সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

 

 

রাজশাহী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কনস্টিটিয়েন্সি ক্যানসেল করে দিব।“

নির্বাচনের কর্মপরিকল্পনা আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে: সিইসি

আপডেট সময় ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ‘মোটামুটি প্রস্তুত’, আগামী সপ্তাহে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে চিঠি পাওয়ার উল্লেখ করে তিনি বলেছেন, “তারপর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা মোটামুটি প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহেই তা ঘোষণা করা হতে পারে।”

শনিবার রাজশাহীতে আঞ্চলিক লোকপ্রশাসন হল রুমে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। ভোটের জন্য লজিস্টিকস কেনাকাটা এগিয়ে চলছে। নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি চলবে।

ভোটকেন্দ্র দখল করার জন্য যারা বসে আছেন তাদের ‘স্বপ্নভঙ্গ’ হবে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, “যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ- সেই সুযোগ তারা পাবে না। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কনস্টিটিয়েন্সি ক্যানসেল করে দিব।“

নির্বাচন কমিশন ‘জনগণের পক্ষে’ কাজ করছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। রাজনৈতিক বিতর্কের মধ্যে থাকতে চাই না।”

নির্বাচন নিয়ে বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে সিইসি বলেন, “এখন পর্যন্ত সরকার কোনো চাপ দেয়নি। চাপ দিলে আমি চেয়ারে থাকব না।”

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে। আশা করি ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

“সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি।”

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, “বিষয়টি নিয়ে রাজনৈতিক পর্যায়ে আলোপ আলোচনা চলছে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং বিচার-প্রক্রিয়া চলছে। বিচার চলাকালীন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়, রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে মতবিনিময় সভায় নির্বাচন কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় অংশ নেন রাজশাহী বিভাগের আট জেলার নির্বাচন কর্মকর্তারা, সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

 

 

রাজশাহী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম