০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

নির্বাচনে হেরে যা বললেন আজমত উল্লা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / ৮০ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে ১৬ হাজারের বেশি ভোটে হেরে গেছেন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা। নির্বাচনে হারলেও ফলাফল মেনে নিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ মে) গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় আজমত উল্লা সাংবাদিকদের জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে ইভিএমে কিছু ত্রুটির কারণে অনেকেই ভোট দিতে পারেনি। আমি ভোটের ফলাফল মেনে নিয়েছি। তিনি বলেন, পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। কী কী কারণ ছিল, তা জানানো হবে। কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে। এর আগে, বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।

ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটার এবং প্রার্থীরা। নির্বাচনে বেসরকারিভাবে ফলাফলে দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৮৯ হাজার ৪৬৩ জন। কিন্তু ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০ জন, যা মোট ভোটের ৪৮ দশমিক ৭৫ শতাংশ। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ইভিএম বুঝতে অসুবিধা হওয়ায় এবং লাইনে সিরিয়াল না মানায় ভোট কম পড়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে হেরে যা বললেন আজমত উল্লা

আপডেট সময় ০৬:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে ১৬ হাজারের বেশি ভোটে হেরে গেছেন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা। নির্বাচনে হারলেও ফলাফল মেনে নিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ মে) গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় আজমত উল্লা সাংবাদিকদের জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে ইভিএমে কিছু ত্রুটির কারণে অনেকেই ভোট দিতে পারেনি। আমি ভোটের ফলাফল মেনে নিয়েছি। তিনি বলেন, পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। কী কী কারণ ছিল, তা জানানো হবে। কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে। এর আগে, বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।

ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটার এবং প্রার্থীরা। নির্বাচনে বেসরকারিভাবে ফলাফলে দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৮৯ হাজার ৪৬৩ জন। কিন্তু ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০ জন, যা মোট ভোটের ৪৮ দশমিক ৭৫ শতাংশ। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ইভিএম বুঝতে অসুবিধা হওয়ায় এবং লাইনে সিরিয়াল না মানায় ভোট কম পড়েছে।