০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
তিন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা এ বার্তা দিয়েছেন বলে তুলে ধরেন তার প্রেস সচিব।

নির্বাচন ছাড়া বিকল্প কিছু ভাবা ‘গভীর বিপদজনক’: প্রধান উপদেষ্টা

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি এটির বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য ‘গভীর বিপদজনক’।

রোববার তিন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক শেষে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে পৃথকভাবে জরুরি এ বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল।প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল।

 

এসব বৈঠক শেষে রাতে বিফ্রিংয়ে এসে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ”প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।

”তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপদজনক।”

শফিকুল আলম বলেন, ”প্রধান উপদেষ্টা বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। উনি বারবার বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে।”

 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

 

পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, ”পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের কথা হচ্ছে। এ বিষয়ে কমিশন গণমাধ্যমকে জানাবে।”

জাতীয় পার্টি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ”বৈঠকে জাতীয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে। একেকজন একেক ধরনের মতামত দিয়েছেন। প্রধান উপদেষ্টা সেটা শুনেছেন।”

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সবাইকে সন্তুষ্ট মনে হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ”খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই আন্তরিক সভা হয়েছে। প্রত্যেকটা দলের সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে এবং আজকের যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই বলব সহনশীল ফ্রেন্ডলি ফেডারেশন হয়েছে এবং অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে।”

বৈঠকে দুর্গাপূজার বিষয়টিও এসেছে তুলে ধরে তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে দেশে যেন কোনো ধরনের ষড়যন্ত্র, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

 

বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সাক্ষাৎ করেন বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কী কী অগ্রগতি হয়েছে তারা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলো কী মতামত দিয়েছে সেটা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টাদের মধ্যে আদিলুর রহমান খান, আসিফ নজরুল ও ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

তিন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা এ বার্তা দিয়েছেন বলে তুলে ধরেন তার প্রেস সচিব।

নির্বাচন ছাড়া বিকল্প কিছু ভাবা ‘গভীর বিপদজনক’: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি এটির বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য ‘গভীর বিপদজনক’।

রোববার তিন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক শেষে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে পৃথকভাবে জরুরি এ বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল।প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল।

 

এসব বৈঠক শেষে রাতে বিফ্রিংয়ে এসে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ”প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।

”তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপদজনক।”

শফিকুল আলম বলেন, ”প্রধান উপদেষ্টা বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। উনি বারবার বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে।”

 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

 

পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, ”পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের কথা হচ্ছে। এ বিষয়ে কমিশন গণমাধ্যমকে জানাবে।”

জাতীয় পার্টি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ”বৈঠকে জাতীয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে। একেকজন একেক ধরনের মতামত দিয়েছেন। প্রধান উপদেষ্টা সেটা শুনেছেন।”

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সবাইকে সন্তুষ্ট মনে হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ”খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই আন্তরিক সভা হয়েছে। প্রত্যেকটা দলের সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে এবং আজকের যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই বলব সহনশীল ফ্রেন্ডলি ফেডারেশন হয়েছে এবং অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে।”

বৈঠকে দুর্গাপূজার বিষয়টিও এসেছে তুলে ধরে তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে দেশে যেন কোনো ধরনের ষড়যন্ত্র, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

 

বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সাক্ষাৎ করেন বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কী কী অগ্রগতি হয়েছে তারা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলো কী মতামত দিয়েছে সেটা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টাদের মধ্যে আদিলুর রহমান খান, আসিফ নজরুল ও ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম