০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

‘নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ৮৬ বার পড়া হয়েছে

আগামী নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বুধবার (৫ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আজম বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ষড়যন্ত্রকারীরা ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে।

সেই বিএনপি-জামায়াত, যুদ্ধাপরাধীরা এখন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশব্যাপী ইফতার নিয়ে ব্যাপক আয়োজন ছিল। কিন্তু বৈশ্বিক কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার পার্টি বন্ধ করা হয়েছে। সেই অর্থ অসহায় ও গরিব জনগোষ্ঠীকে বিতরণ করতে বলেছেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী শহিদুল্লাহ লিটনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে’

আপডেট সময় ০৬:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

আগামী নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বুধবার (৫ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আজম বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ষড়যন্ত্রকারীরা ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে।

সেই বিএনপি-জামায়াত, যুদ্ধাপরাধীরা এখন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশব্যাপী ইফতার নিয়ে ব্যাপক আয়োজন ছিল। কিন্তু বৈশ্বিক কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার পার্টি বন্ধ করা হয়েছে। সেই অর্থ অসহায় ও গরিব জনগোষ্ঠীকে বিতরণ করতে বলেছেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী শহিদুল্লাহ লিটনসহ অনেকেই উপস্থিত ছিলেন।