সাখাওয়াত বলেন, “নুরুল হক নুরসহ আহতদেরকে উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নুরকে দেখতে ঢাকা মেডিকেলে উপদেষ্টা সাখাওয়াত

- আপডেট সময় ০৩:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
সোমবার সকাল ১০টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং নুরের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন আছেন নুর। এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন নুরসহ আহত অন্যান্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা দেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সাখাওয়াত বলেন, “নুরুল হক নুরসহ আহতদেরকে উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় উপদেষ্টা সাখাওয়াত নুরের আরোগ্য কামনা করেন এবং দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি এ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ও অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।
পরিচালক আসাদুজ্জামান উপদেষ্টাকে জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে শারীরিক অবস্থার ‘উন্নতি হওয়ায়’ এদিনই নুরকে কেবিনে স্থানান্তর করা হবে বলে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, “আজকে আমরা উনাকে আইসিইউ থেকে শিফট করছি। নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন। নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হতে কিছুটা সময় লাগবে। আমরা আশা করছি তিনি আগামী এক সপ্তাহের মধ্যে বাসায় ফিরতে পারবেন।”
গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনা ও পুলিশ সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে। হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে গণধিকার পরিষদের দাবি।
লাঠিপেটায় আহত নুরুল হককে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নুরের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
ছয় সদস্যের মেডিকেল বোর্ডে নাক কান গলা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, নিউরো সার্জন, আইসিইউর প্রধান আছেন।
নুরের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম