এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘নুরাল পাগলা’র দরবারে হত্যার ঘটনায় মামলা, আসামি ৪ হাজার

- আপডেট সময় ১১:১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে ‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের ঘটনায় মামলা করা হয়েছে, আসামি করা হয়েছে অজ্ঞাত চার হাজার জনকে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদি হয়ে সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলাটি করেছেন বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।
এ মামলায় গ্রেপ্তাররা হলেন, লতিফ (ইমাম) ও আসলাম শেখ। এর মধ্যে লতিফ (ইমাম)কে নূরাল পাগলার মরদেহ তোলার প্রত্যক্ষ নির্দেশদাতা বলছে পুলিশ।
নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে এবং নুরাল পাগলার ভক্ত ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরাল পাগলের দরবার শরীফে এ হামলার ঘটনা ঘটে।
নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে `তৌহিদী জনতা’র মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন।
হামলাকারীদের অভিযোগ ছিল, নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন; যদিও তার পরিবার ও ভক্তারা সেই অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে `তৌহিদী জনতা’। বিক্ষোভ থেকে নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালানো হয়।
এ সময় রাসেলের ওপর হামলা হলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব আরও বলেন, সেদিন পুলিশের ওপরও হামলা হয়, সে মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম