০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
উদ্ধার বা সহায়তার অপেক্ষায় থাকা সব বিদেশি নাগরিককে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নেপাল সেনাবাহিনী আটকা পড়া বিদেশি নাগরিকদের সাহায্য চাইতে বলেছে

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

নেপালের পার্লামেন্ট হাউজের সামনের দিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনীর একটি সামরিক যান। ছবি: রয়টার্স

নেপালের জটিল পরিস্থিতির মধ্যে আটকা পড়া বিদেশি নাগরিকদের নিকটবর্তী নিরাপত্তা সংস্থাগুলোর কাছে অবিলম্বে সাহায্য চাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

নেপালি সংবাদপত্র হিমালয়ান টাইমস জানিয়েছে, জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের প্রকাশ করা এক নোটিশে সেনাবাহিনী উদ্ধার বা সহায়তার অপেক্ষায় থাকা সব বিদেশি নাগরিককে তাদের কাছাকাছি মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ওই বিবৃতিতে বিদেশি নাগরিকদের সময়মতো সহযোগিতা দেওয়ার জন্য হোটেল, পর্যটন কোম্পানি ও অন্যান্য অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিবিড় সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।

কাঠমাণ্ডু উপত্যকাজুড়ে জেন জি তরুণদের নেতৃত্বে বিক্ষোভ অব্যাহত থাকায় কর্তৃপক্ষ উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়েছে এবং কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ভ্রমণে বিঘ্ন ঘটছে।

এর ফলে বহু পর্যটক ও বিদেশি নাগরিকরা আটকা পড়ে গেছেন। বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের কার্যক্রম স্থগিত রেখেছে এবং আটকা পড়া ভ্রমণকারীদের থাকার ব্যবস্থা করতে হোটেলগুলো হিমশিম খাচ্ছে।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

উদ্ধার বা সহায়তার অপেক্ষায় থাকা সব বিদেশি নাগরিককে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নেপাল সেনাবাহিনী আটকা পড়া বিদেশি নাগরিকদের সাহায্য চাইতে বলেছে

আপডেট সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নেপালের জটিল পরিস্থিতির মধ্যে আটকা পড়া বিদেশি নাগরিকদের নিকটবর্তী নিরাপত্তা সংস্থাগুলোর কাছে অবিলম্বে সাহায্য চাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

নেপালি সংবাদপত্র হিমালয়ান টাইমস জানিয়েছে, জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের প্রকাশ করা এক নোটিশে সেনাবাহিনী উদ্ধার বা সহায়তার অপেক্ষায় থাকা সব বিদেশি নাগরিককে তাদের কাছাকাছি মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ওই বিবৃতিতে বিদেশি নাগরিকদের সময়মতো সহযোগিতা দেওয়ার জন্য হোটেল, পর্যটন কোম্পানি ও অন্যান্য অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিবিড় সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।

কাঠমাণ্ডু উপত্যকাজুড়ে জেন জি তরুণদের নেতৃত্বে বিক্ষোভ অব্যাহত থাকায় কর্তৃপক্ষ উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়েছে এবং কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ভ্রমণে বিঘ্ন ঘটছে।

এর ফলে বহু পর্যটক ও বিদেশি নাগরিকরা আটকা পড়ে গেছেন। বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের কার্যক্রম স্থগিত রেখেছে এবং আটকা পড়া ভ্রমণকারীদের থাকার ব্যবস্থা করতে হোটেলগুলো হিমশিম খাচ্ছে।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম