পদ্মা সেতুর ঋণের দুই কিস্তি পরিশোধ

- আপডেট সময় ০৫:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১২২ বার পড়া হয়েছে
পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণের দুই কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। বুধবার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঋণের প্রায় ৩১৭ কোটি টাকার চেক হস্তান্তর করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পদ্মা সেতু নির্মাণে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ঋণের ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা পরিশোধ করা হয়। এ সময় শেখ হাসিনা বলেন, দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। জনগণের সমর্থনই এ সরকারের মূল শক্তি।
উল্লেখ্য, সরকার নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণের ব্যয় সেতু বিভাগকে ধার দিয়েছে সরকারের অর্থ বিভাগ। আগামী ৩৫ বছরে এক শতাংশ সুদসহ ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে এই টাকা পরিশোধ করবে সেতু বিভাগ।