এ পরিকল্পনায় ক্রিপ্টোকে বাথে রূপান্তরের সর্বোচ্চ সীমা পাঁচ লাখ ৫০ হাজার বাথ বা প্রায় ১৬ হাজার নয়শ ৫০ ডলার নির্ধারণ করা হবে।
পর্যটকদের জন্য ক্রিপ্টোমুদ্রা রূপান্তর ব্যবস্থা এল থাইল্যান্ডে

- আপডেট সময় ১০:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
বিদেশি পর্যটকদের জন্য ক্রিপ্টো বা ডিজিটালমুদ্রা থাই মুদ্রায় রূপান্তরের ব্যবস্থা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড।
সোমবার এক ঘোষণায় দেশটির কর্মকর্তারা বলেছেন, ১৮ মাসের এক পরীক্ষামূলক প্রোগ্রাম চালু করতে যাচ্ছে থাই সরকার, যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বিশেষ করে বিটকয়েন থাই মুদ্রা বাথে রূপান্তর করে স্থানীয়ভাবে পেমেন্ট করতে পারবেন বিদেশি পর্যটকরা। থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করে তোলায় তাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী সচিব লাভারন স্যাংসনিট বলেছেন, সিস্টেমটি ঠিকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করতে ও অর্থপাচার ঠেকাতে পরীক্ষামূলকভাবে এ প্রোগ্রামে ক্রিপ্টোকে বাথে রূপান্তরের সর্বোচ্চ সীমা পাঁচ লাখ ৫০ হাজার বাথ বা প্রায় ১৭ হাজার ডলার নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেছেন, পরীক্ষামূলক সময় শেষ হওয়ার পরে মুদ্রা রূপান্তরের এ সবোর্চ্চ সীমা পুনর্বিবেচনা করা হতে পারে।
বর্তমানে বিদেশি পর্যটকের আগমন কমেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডে। ফলে অর্থনীতি ও পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার এই নতুন ব্যবস্থা নিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
থাইল্যান্ডের অর্থমন্ত্রী পিচাই চুনহাভাজিরা বলেছেন, থাইল্যান্ডভিত্তিক ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ক্রিপ্টোমুদ্রা বাথে রূপান্তর করতে পারবেন পর্যটকরা। এরপর সেই অর্থ তাদের অনলাইন ওয়ালেট অ্যাপে জমা হবে, যেখান থেকে স্থানীয় দোকান বা ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন করতে পারবেন তারা।
“প্রকল্পটি আমাদের পর্যটন খাতকে সহায়তা করবে।”
তিনি আরও বলেছেন, শুরুতে এ উদ্যোগ পর্যটকদের খরচ বাড়াতেও সাহায্য করতে পারে।
সোমবার থাইল্যান্ডের রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্থা বলেছে, আগের ধারণা ছিল, ২০২৫ সালে আরও বেশি পর্যটক আসবে। তবে এখন তারা বলছে, প্রায় তিন কোটির মতো পর্যটকই আসবে, যা আগের ধারণার চেয়ে ১০ শতাংশ কম।
পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালে যেসব বিদেশি পর্যটক থাইল্যান্ডে আসবে সেই সংখ্যা ২০১৯ সালের মহামারির আগের চূড়ান্ত সময়ের চেয়ে অনেক কম। ২০১৯ সালে থাইল্যান্ডে রেকর্ড তিন কোটি ৯৯ লাখ বিদেশি পর্যটক এসেছিলেন, যা থেকে ১.৯১ ট্রিলিয়ন বাথ বা প্রায় ছয় হাজার কোটি ডলার আয় করেছিল দেশটি।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম