০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

পাঁচ সিটিতে নৌকা প্রত্যাশী যারা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:২০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ৯৭ বার পড়া হয়েছে

গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৪১ জন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এর আগে গত চারদিন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ক্ষমতাসীন দলের হয়ে মেয়র পদে লড়াইয়ের জন্য মনোনয়ন প্রত্যাশা করছেন তারা সবাই। এদিকে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮ জন এবং পাঁচটি পৌরসভা নির্বাচনে ২৭ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

বুধবার (১২ এপ্রিল) মনোনয়ন বিক্রির শেষ দিনে এসব তথ্য জানা যায়। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ জন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪ জন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন এবং তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮ জন ও পাঁচটি পৌরসভা নির্বাচনে ২৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে, পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি করপোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো সিটি কর্পোরেশনেই ভোট অনুষ্ঠিত হবে ব্যালটে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পাঁচ সিটিতে নৌকা প্রত্যাশী যারা

আপডেট সময় ০৯:২০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৪১ জন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এর আগে গত চারদিন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ক্ষমতাসীন দলের হয়ে মেয়র পদে লড়াইয়ের জন্য মনোনয়ন প্রত্যাশা করছেন তারা সবাই। এদিকে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮ জন এবং পাঁচটি পৌরসভা নির্বাচনে ২৭ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

বুধবার (১২ এপ্রিল) মনোনয়ন বিক্রির শেষ দিনে এসব তথ্য জানা যায়। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ জন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪ জন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন এবং তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮ জন ও পাঁচটি পৌরসভা নির্বাচনে ২৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে, পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি করপোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো সিটি কর্পোরেশনেই ভোট অনুষ্ঠিত হবে ব্যালটে।