১৮ রানের জয়ে মধুর প্রতিশোধ নিয়েছে রাশিদ খানের দল।
পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে আফগানিস্তান

- আপডেট সময় ০১:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেল আফগানিস্তান। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড
ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহর পঞ্চাশ ছোঁয়া ইনিংস এবং তাদের শতরানের জুটিতে লড়াইয়ের পুঁজি পেল আফগানিস্তান। পরে দারুণ বোলিংয়ে বাকিটা সারলেন ফাজালহাক ফারুকি, নুর আহমাদ, মোহাম্মাদ নাবি ও রাশিদ খান। পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায় হারের মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল আফগানিস্তান।
শারজাহতে মঙ্গলবার ১৮ রানে জিতেছে রাশিদের দল। ১৬৯ রান তাড়ায় পাকিস্তান থেমেছে ১৫১ রানে।
সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচের চারটিতেই জিতল আগে ব্যাট করা দল।
৩ ম্যাচে দ্বিতীয় জয়ে আফগানিস্তানের পয়েন্ট হল ৪। সমান ম্যাচে পাকিস্তানেরও পয়েন্ট ৪। দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজের তলানিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। এক ছক্কা মেরে সাইম আইয়ুবের বলে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন রহমানউল্লাহ গুরবাজ।
শুরুর ধাক্কা সামল দিয়ে দ্বিতীয় উইকেটে শত রানের জুটি গড়েন সেদিকউল্লাহ ও ইব্রাহিম। শুরুতে বেশ সময় নেন তারা। পাওয়ার প্লেতে আসে কেবল ৩৪ রান, ১০ ওভারে ৭৩।
জুটির রান পঞ্চাশ স্পর্শ করে ৪১ বলে, এরপর গতি বাড়িয়ে তিন অঙ্কে যায় ৭০ বলে।
আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও এভাবেই খেলে বড় সংগ্রহ গড়েছিল আফগানিস্তান। এই ম্যাচেও সেই পথ ধরেই এগোচ্ছিল তারা। কিন্তু এবারের তাদের তত দূর যেতে দেননি ফাহিম আশরাফ।
দুই থিতু ব্যাটসম্যানকে বিদায় করার পর নেন আজমাতউল্লাহ ওমারজাই ও মোহাম্মাদ নাবির উইকেট। তার দারুণ ডেথ বোলিংয়েই এক সময়ে ১৮০ ছাড়ানো রানের সম্ভাবনা জাগানো আফগানিস্তান থামে ১৭০ রানের নিচে।
সেদিকউল্লাহকে ফিরিয়ে ১১৩ রানের জুটি ভাঙেন আশরাফ। ৪৫ বলে আফগান ওপেনার তিনটি করে ছক্কা ও চারে করেন ৬৪ রান। অলরাউন্ডারের পরের ওভারে ওমারজাইয়ের সঙ্গে বিদায় নেন ইব্রাহিম। ৪৫ বলে আট চার ও ১ ছক্কায় তিনি খেলেন ৬৫ রানের ইনিংস।
আগের ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা সেদিকউল্লাহ ও ইব্রাহিমের বিদায়ের পর আর বেশিদূর যেতে পারেনি আফগানিস্তান।
২৭ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার আশরাফ। সাইম কেবল ১৮ রানে নেন ১ উইকেট।
রান তাড়ায় দ্বিতীয় ওভারে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। ফারুকির ডেলিভারিতে বোল্ড হয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান সাইম।
ঝড়ের আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান ও ফাখার জামান। রান আউট হয়ে ফেরেন অধিনায়ক সালমান আলি আগা।
নবম ওভারে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেখান থেকে আর ঘুরে দাড়াতে পারেনি তারা।
হাসান নাওয়াজ ও আশা হয়ে টিকে থাকা আশরাফকে বিদায় করেন নুর। মাঝে পরপর দুই বলে মোহাম্মদ নাওয়াজ ও শাহিন শাহ আফ্রিদির উইকেট নেন আরেক রিস্ট স্পিনার রাশিদ। আঁটসাঁট বোলিংয়ে দুটি উইকেট নেন অভিজ্ঞ অলরাউন্ডার নাবি।
দশম উইকেটে টি-টোয়েন্টিতে নিজেদের সেরা- ৪০ রানের জুটিতে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায় পাকিস্তান। সেখানে সিংহভাগ অবদান হারিস রউফের। চার ছক্কায় ১৬ বলে তিনি করেন ৩৪ রান। আগামী বৃহস্পতিবার স্বাগতিকদের মুখোমুখি হবে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৬৯/৫ (গুরবাজ ৮, সেদিকউল্লাহ ৬৪, ইব্রাহিম ৬৫, ওমারজাই ৪, জানাত ৮, নাবি ৬, রাশিদ ৮; আফ্রিদি ৪-০-২৭-০, সাইম ৪-০-১৮-১, রউফ ৩-০-৩৮-০, নাওয়াজ ২-০-২৪-০, সুফিয়ান ৩-০-৩৩-০, ফাহিম ৪-০-২৭-৪)
পাকিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (সাহিবজাদা ১৮, সাইম ০, ফাখার ২৫, সালমান ২০, হাসান নাওয়াজ ৯, মোহাম্মদ নাওয়াজ ১২, হারিস ১, আশরাফ ১৪, আফ্রিদি ০, রউফ ৩৪*, সুফিয়ান ৭*; গাজানফার ৩-০-২৪-০, ফারুকি ৩-০-২১-২, ওমারজাই ০-০-০-০, রাশিদ ৪-০-৩০-২, নাবি ৪-০-২০-২, নুর ৪-০-২০-২)
ফল: আফগানিস্তান ১৮ রানে জয়ী
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম