পাকিস্তানে সেনা মোতায়েন
- আপডেট সময় ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ৯৮ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের সামাল দিতে রাজধানীসহ চারটি প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে। এমনকি পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশেও সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। আল কাদির ট্রাস্ট মামলা তিনি ওই আদালতে শুনানির জন্য উপস্থিত ছিলেন।
তাকে গ্রেপ্তারের পর রাত থেকেই বিভিন্ন শহরে ইমরান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতেই তাকে ইসলামাবাদে পুলিশ সদর দফতরে বিশেষ আদালতে হাজির করা হয়। সেখানে তার ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। এরপর ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।