পিৎজা খাওয়ার মাশুল দিচ্ছেন মিমি

- আপডেট সময় ০৯:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১৭৮ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। বরাবরই শরীর চর্চায় বেশ সচেতন থাকেন নায়িকারা। তাই জিমে গিয়ে তারা ঘাম ঝরাবেন এটা খুবই স্বাভাবিক। তবে এবার ভিন্ন কারণে জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন মিমি।
সম্প্রতি দুই টুকরা পিৎজা খেয়েছিলেন এই অভিনেত্রী। সেই পিৎজায় থাকা চিজ, সসে প্রচুর ক্যালোরি ছিল, যা ওজন বাড়িয়ে দেয়। আর এ কারণেই জিমে গিয়ে খানিকটা বেশি সময় ধরেই ঘাম ঝরান মিমি। রীতিমতো পিৎজা খাওয়ার মাশুল দিয়েছেন তিনি।
অভিনেত্রী তার ভেরিফায়েড ইনস্টাগ্রামে জিমের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাকে ব্যায়াম করে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দুই টুকরা পিৎজা যাতে কোমরের মাপ পরিবর্তন না করতে পারে, তাই এই কসরত। জীবনে চ্যালেঞ্জ না থাকলে গতি থাকে না।’
মিমি বরাবরই ভোজনরসিক। কিন্তু পেশার প্রয়োজনে সব খাবার খাওয়া সম্ভব হয় না। কারণ, সবসময়ই কড়া ডায়েটের মধ্যে থাকতে হয় এই অভিনেত্রীকে। আর কখনও যদি ভুলবশত ডায়েট ভেঙে ফেলেন, তার জন্য শারীরিক কসরত করতে হয় অনেকটা বেশি।