"অনেক মানুষ পুরনো শাড়ি সরিয়ে আলমারি হালকা করলেও, তা আমাকে দিয়ে সম্ভব নয়।"
পুরনো শাড়ি আমার কাছে অনুভূতি: কাতান-হ্যান্ডলুমে জমকালো জয়া আহসান

- আপডেট সময় ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে

পুরনো শাড়ি আমার কাছে অনুভূতি : ঢাকা-কলকাতার সিনেমার ব্যস্ত অভিনেত্রী জয়া আহসানের শাড়ি প্রীতির বিষয়টি অজানা নয়
ঢাকা-কলকাতার সিনেমার ব্যস্ত অভিনেত্রী জয়া আহসানের শাড়ি প্রীতির বিষয়টি অজানা নয়। নানা ধরনের পোশাকে এই অভিনেত্রী স্বচ্ছন্দ্য হলেও সম্প্রতি তাকে শাড়িতে পাওয়া যাচ্ছে বেশি। জয়া এর মধ্যে কলকাতার আনন্দবাজারের একটি ফটোশুটে অংশ নিয়েছেন কাতান শাড়িতে। গয়না ও চুল বাঁধার স্টাইলে এনেছেন সাবেকিয়ানা।
জয়া একসঙ্গে পড়েছেন দুটি শাড়ি। ঘন নীল ও কমলা শাড়ির জমিনে সোনালি জরির কাজ।
এই ফটোশুটের পরিকল্পনা হয় দিন কয়েক আগে। জয়া তখন কলকাতায়। আর শাড়ি দুটি ছিল ঢাকায়। ছবি তোলার জন্য ঢাকার বাসা থেকে শাড়ি কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়।
জয়ার ভাষ্য, “নতুন শাড়ি অকাতরে বিলিয়ে দিতে পারি। কিন্তু পুরনো শাড়ি আমার কাছে অনুভূতি। সেগুলা কাছছাড়া করতে পারব না’
জয়া পরেছিলেন তার মায়ের বৌভাতের শাড়ি। যে শাড়ির বয়স ৫০ বছর। যা কেনা হয়েছিল কলকাতা থেকে।
শাড়ি প্রেম নিয়ে জয়া বলেছেন, অনেক মানুষ পুরনো শাড়ি সরিয়ে আলমারি হালকা করলেও, সেটি তাকে দিয়ে সম্ভব নয়। ‘আমি পুরনো কিছু বাদ দিতে পারি না’।
জয়া বলেন, ‘পুরনো শাড়িও নতুন গল্পের জন্ম দেয়’।