০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
“এক বছরে সম্মিলিত চেষ্টায় অফিসারদের মনোবল চাঙ্গা করতে সক্ষম হয়েছি,” বলেন তিনি।

পুলিশের মনোবল ফিরেছে: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার

মোহাম্মদ আলিমুজ্জামান - বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:৩৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই আন্দোলনে ব্যাপক সহিংসতার মধ্যে টালমাটাল হয়ে পড়া পুলিশ সদস্যদের মনোবল এখন ফিরেছে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী

 

চব্বিশের জুলাই আন্দোলনে ব্যাপক সহিংসতার মধ্যে টালমাটাল হয়ে পড়া পুলিশ সদস্যদের মনোবল এখন ফিরেছে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

আন্দোলনে পুলিশ নানাভাবে ‘ক্ষতিগ্রস্ত হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, “আমাদের পুলিশ অফিসার মারা যান, থানা-ফাঁড়ি ধ্বংস হয়, অস্ত্র লুট হয়, রাজারবাগে বিদ্রোহ হয়, সবচেয়ে কঠিন যেটা হয় সেটা হল আমাদের পুলিশ অফিসারদের মনোবল ভেঙে পড়ে।

“এক বছরে সম্মিলিত চেষ্টায় আমাদের অফিসারদের মনোবল চাঙ্গা করতে সক্ষম হয়েছি।”

ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার রাতে ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (ক্র্যাব) এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যাপক গণআন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর সারা দেশে থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের হিসাবে, আন্দোলনে বাহিনীর ৪৪ জন প্রাণ হারান। আন্দোলনের পর পুলিশকে আবার কাজে ফেরাতে অনেক সময় লেগে যায়।

সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে এ বাহিনীতে ব্যাপক রদবদল চলে। আগের সেই পরিস্থিতি থেকে বছরখানেক পরে এসে পুলিশ সদস্যদের মনোবল ফেরার কথা বলেছেন ডিএমপি কমিশনার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, “সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ পুলিশ যে কলঙ্কিত হয়েছিল, সেই কলঙ্ক মোছানোর জন্য এখন থেকে ব্যবস্থা নিচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি তমাল মেহেদী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম বাদশা। সংগীত শিল্পী আসিফ আকবর অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

এর আগে সকালে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ মিছিল বের করা হয়।

 

 

মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“এক বছরে সম্মিলিত চেষ্টায় অফিসারদের মনোবল চাঙ্গা করতে সক্ষম হয়েছি,” বলেন তিনি।

পুলিশের মনোবল ফিরেছে: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার

আপডেট সময় ০১:৩৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

 

চব্বিশের জুলাই আন্দোলনে ব্যাপক সহিংসতার মধ্যে টালমাটাল হয়ে পড়া পুলিশ সদস্যদের মনোবল এখন ফিরেছে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

আন্দোলনে পুলিশ নানাভাবে ‘ক্ষতিগ্রস্ত হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, “আমাদের পুলিশ অফিসার মারা যান, থানা-ফাঁড়ি ধ্বংস হয়, অস্ত্র লুট হয়, রাজারবাগে বিদ্রোহ হয়, সবচেয়ে কঠিন যেটা হয় সেটা হল আমাদের পুলিশ অফিসারদের মনোবল ভেঙে পড়ে।

“এক বছরে সম্মিলিত চেষ্টায় আমাদের অফিসারদের মনোবল চাঙ্গা করতে সক্ষম হয়েছি।”

ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার রাতে ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (ক্র্যাব) এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যাপক গণআন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর সারা দেশে থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের হিসাবে, আন্দোলনে বাহিনীর ৪৪ জন প্রাণ হারান। আন্দোলনের পর পুলিশকে আবার কাজে ফেরাতে অনেক সময় লেগে যায়।

সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে এ বাহিনীতে ব্যাপক রদবদল চলে। আগের সেই পরিস্থিতি থেকে বছরখানেক পরে এসে পুলিশ সদস্যদের মনোবল ফেরার কথা বলেছেন ডিএমপি কমিশনার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, “সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ পুলিশ যে কলঙ্কিত হয়েছিল, সেই কলঙ্ক মোছানোর জন্য এখন থেকে ব্যবস্থা নিচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি তমাল মেহেদী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম বাদশা। সংগীত শিল্পী আসিফ আকবর অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

এর আগে সকালে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ মিছিল বের করা হয়।

 

 

মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম