১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
পুলিশ বলছে, তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এখনও আশঙ্কামুক্ত নন।

পূর্ব বিরোধ: কুষ্টিয়ায় সাংবাদিককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে জখম

কুষ্টিয়া প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে

আহত সাংবাদিক ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা ‘দৈনিক আজকের সূত্রপাত’ মিরপুর উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার বিজিবি সেক্টরপাড়ায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানিয়েছেন।

আহত সাংবাদিক ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা ‘দৈনিক আজকের সূত্রপাত’ মিরপুর উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

এলাকাবসিী ও ফিরোজের পরিবারের লোকজন বলছে, দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতি ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করছিল। তখন তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে ভোরে স্থানীয় মসজিদে যাওয়ার সময় মিলনসহ আরও ৪-৫ জন ফিরোজের ওপর হামলা করে।

এ সময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের হাত-পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তারা। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা

ফিরোজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, “ফিরোজ আহমেদ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাছাড়া পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন।”

ওসি মোমিনুল ইসলাম বলেন, “সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এখনও লিখিত অভিযোগ পাইনি।

“তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

 

 

 

কুষ্টিয়া প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

পুলিশ বলছে, তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এখনও আশঙ্কামুক্ত নন।

পূর্ব বিরোধ: কুষ্টিয়ায় সাংবাদিককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে জখম

আপডেট সময় ০২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার বিজিবি সেক্টরপাড়ায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানিয়েছেন।

আহত সাংবাদিক ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা ‘দৈনিক আজকের সূত্রপাত’ মিরপুর উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

এলাকাবসিী ও ফিরোজের পরিবারের লোকজন বলছে, দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতি ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করছিল। তখন তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে ভোরে স্থানীয় মসজিদে যাওয়ার সময় মিলনসহ আরও ৪-৫ জন ফিরোজের ওপর হামলা করে।

এ সময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের হাত-পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তারা। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা

ফিরোজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, “ফিরোজ আহমেদ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাছাড়া পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন।”

ওসি মোমিনুল ইসলাম বলেন, “সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এখনও লিখিত অভিযোগ পাইনি।

“তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

 

 

 

কুষ্টিয়া প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম