প্রতিপিস কাঁচা মরিচ ১ টাকা

- আপডেট সময় ০৭:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৩৫ বার পড়া হয়েছে
ফের বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে আজ শরীয়তপুরে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। আর ১ টাকা করে বিক্রি করা হচ্ছে প্রতি পিস কাঁচা মরিচ।
বুধবার (৫ জুলাই) শরীয়তপুর সদর ও ভেদেরগঞ্জ খুচরা বাজারে এ ভাবেই কাঁচা মরিচ বিক্রি করা হয়।
ভেদরগঞ্জ বাজারে কাঁচা মরিচ কিনতে আসা এক ক্রেতা জানান, তিনি ২০ টাকার মরিচ চাইলে বিক্রেতা তাকে ২০টি মরিচ দিয়েছেন। অর্থাৎ প্রতি পিস মরিচের দাম পড়েছে এক টাকা করে।বাজারে আসা ক্রেতারা জানান, গতকাল বাজারে এক পোয়া কাঁচা মরিচ ৬০ টাকা ছিল আর আজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কাঁচা মরিচের কি এতই অভাব?
পাইকারি ব্যবসায়ীরা বলেন, আমরা পাইকারি ৪৮০ টাকা কেজি কিনেছি। বিক্রি করছি ৫০০-৫২০ টাকা দরে। গতকাল মরিচের আমদানি একটু বেশি হয়েছিল তাই বাজার একটু কম গেছে। আজ মরিচের চাহিদা অনুযায়ী আমদানি নেই। তাই দাম বেশি।
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, কেউ অতিরিক্ত মুনাফার লোভে দাম বেশি রাখলে ও পণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে।