০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫
একদিন আগে পুতিনের সঙ্গে ফোনে হওয়া আলাপ নিয়ে তিনি যে ‘বেশ অসন্তুষ্ট’ তা ফের জানিয়েছেন ট্রাম্প।

প্রতিরক্ষার জন্য ইউক্রেইনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লাগবে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৬:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর কিইভে মুহুর্মুহু ড্রোন হামলা চালায় রাশিয়া। ছবি: রয়টার্স

 

ইউক্রেইনের নিজেদের প্রতিরক্ষার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে ব্যর্থতার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার ৪ জুলাই ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্য গণমাধ্যমের শিরোনাম হয়।

রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের জানান, জেলনস্কির সঙ্গে তার ভালো কথাবার্তা হয়েছে। এরপর একদিন আগে পুতিনের সঙ্গে ফোনে হওয়া আলাপ নিয়ে তিনি যে ‘বেশ অসন্তুষ্ট’ তা ফের জানান। পুতিন অস্ত্রবিরতি নিয়ে কাজ করতে অস্বীকার করেছেন বলে জানান তিনি।

জেলেনস্কির অনুরোধ অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে রাজি হবে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “প্রতিরক্ষার জন্য তাদের এগুলো প্রয়োজন হবে। তাদের কিছু প্রয়োজন হবে কারণ তারা বেশ কঠিন আঘাতের মুখোমুখি হচ্ছে।”

ট্রাম্প প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা উল্লেখ করে এই অস্ত্রগুলোকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেন।

ইউক্রেইনে একটি অস্ত্রবিরতির সম্ভাবনার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “পরিস্থিতি অত্যন্ত কঠিন। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ফোন কল নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। তিনি শেষ পর্যন্ত লড়াই করতে চান, অর্থাৎ মানুষ মারা চালিয়ে যেতে চান- এটা ভালো না।”

ট্রাম্প জানান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেইনের অনুরোধের বিষয়টি নিয়ে তিনি জার্মানির চ্যান্সেলর ফ্রিদরিশ মেয়াৎসের সঙ্গেও কথা বলেছেন, কিন্তু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ইউক্রেইন তাদের কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার তীব্রতর হতে থাকা আকাশ হামলা থেকে তাদের শহরগুলো রক্ষার জন্য তাদের কাছে অপরিহার্য বলে বিবেচিত মার্কিন সিস্টেমগুলো বিক্রির জন্য ওয়াশিংটনকে তাগাদা দিচ্ছে।

কিন্তু ইতোমধ্যে ওয়াশিংটন ইউক্রেইনে কিছু অস্ত্রের চালান পাঠানো স্থগিত করেছে। কিইভ বলছে, ওয়াশিংটনের এ সিদ্ধান্ত তাদের রাশিয়ার আকাশ হামলা ও যুদ্ধক্ষেত্রে অগ্রগতি প্রতিরোধের সামর্থ্যকে দুর্বল করবে। জার্মানি জানিয়েছে, তারা এই শূন্যস্থান পূরণের জন্য প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কেনা নিয়ে কথা শুরু করেছে।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস অনামা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প ও জেলেনস্কি ফোনে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন আর ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন, ইউক্রেইনকে পাঠানোর কথা থাকা যুক্তরাষ্ট্রের কোনো অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখবেন তিনি।

ট্রাম্প ও জেলেনস্কির কলের বিষয়ে অবহিত এক সূত্র রয়টার্সকে জানান, দুই প্রেসিডেন্টের মধ্যে ‘খুব ভালো’ কথোপকথন হওয়ার পর তারা আশাবাদী যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ আবার শুরু হতে পারে।

বৃহস্পতিবার ৪ জুলাই  ট্রাম্প কথিত পুতিনের সঙ্গে ‘হতাশাজনক’ কথোপকথনের কয়েক ঘণ্টা পর রাশিয়া ইউক্রেইনের রাজধানী কিইভে বৃহত্তম ড্রোন হামলা চালায়।

সূত্র :  রয়টার্স / সোশাল মিডিয়া

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

একদিন আগে পুতিনের সঙ্গে ফোনে হওয়া আলাপ নিয়ে তিনি যে ‘বেশ অসন্তুষ্ট’ তা ফের জানিয়েছেন ট্রাম্প।

প্রতিরক্ষার জন্য ইউক্রেইনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লাগবে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০৬:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

 

ইউক্রেইনের নিজেদের প্রতিরক্ষার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে ব্যর্থতার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার ৪ জুলাই ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্য গণমাধ্যমের শিরোনাম হয়।

রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের জানান, জেলনস্কির সঙ্গে তার ভালো কথাবার্তা হয়েছে। এরপর একদিন আগে পুতিনের সঙ্গে ফোনে হওয়া আলাপ নিয়ে তিনি যে ‘বেশ অসন্তুষ্ট’ তা ফের জানান। পুতিন অস্ত্রবিরতি নিয়ে কাজ করতে অস্বীকার করেছেন বলে জানান তিনি।

জেলেনস্কির অনুরোধ অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে রাজি হবে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “প্রতিরক্ষার জন্য তাদের এগুলো প্রয়োজন হবে। তাদের কিছু প্রয়োজন হবে কারণ তারা বেশ কঠিন আঘাতের মুখোমুখি হচ্ছে।”

ট্রাম্প প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা উল্লেখ করে এই অস্ত্রগুলোকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেন।

ইউক্রেইনে একটি অস্ত্রবিরতির সম্ভাবনার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “পরিস্থিতি অত্যন্ত কঠিন। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ফোন কল নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। তিনি শেষ পর্যন্ত লড়াই করতে চান, অর্থাৎ মানুষ মারা চালিয়ে যেতে চান- এটা ভালো না।”

ট্রাম্প জানান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেইনের অনুরোধের বিষয়টি নিয়ে তিনি জার্মানির চ্যান্সেলর ফ্রিদরিশ মেয়াৎসের সঙ্গেও কথা বলেছেন, কিন্তু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ইউক্রেইন তাদের কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার তীব্রতর হতে থাকা আকাশ হামলা থেকে তাদের শহরগুলো রক্ষার জন্য তাদের কাছে অপরিহার্য বলে বিবেচিত মার্কিন সিস্টেমগুলো বিক্রির জন্য ওয়াশিংটনকে তাগাদা দিচ্ছে।

কিন্তু ইতোমধ্যে ওয়াশিংটন ইউক্রেইনে কিছু অস্ত্রের চালান পাঠানো স্থগিত করেছে। কিইভ বলছে, ওয়াশিংটনের এ সিদ্ধান্ত তাদের রাশিয়ার আকাশ হামলা ও যুদ্ধক্ষেত্রে অগ্রগতি প্রতিরোধের সামর্থ্যকে দুর্বল করবে। জার্মানি জানিয়েছে, তারা এই শূন্যস্থান পূরণের জন্য প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কেনা নিয়ে কথা শুরু করেছে।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস অনামা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প ও জেলেনস্কি ফোনে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন আর ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন, ইউক্রেইনকে পাঠানোর কথা থাকা যুক্তরাষ্ট্রের কোনো অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখবেন তিনি।

ট্রাম্প ও জেলেনস্কির কলের বিষয়ে অবহিত এক সূত্র রয়টার্সকে জানান, দুই প্রেসিডেন্টের মধ্যে ‘খুব ভালো’ কথোপকথন হওয়ার পর তারা আশাবাদী যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ আবার শুরু হতে পারে।

বৃহস্পতিবার ৪ জুলাই  ট্রাম্প কথিত পুতিনের সঙ্গে ‘হতাশাজনক’ কথোপকথনের কয়েক ঘণ্টা পর রাশিয়া ইউক্রেইনের রাজধানী কিইভে বৃহত্তম ড্রোন হামলা চালায়।

সূত্র :  রয়টার্স / সোশাল মিডিয়া

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম