আগামী ১৮ জুলাই স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হবে সিনেমাটি।
প্রথমবার ‘নেপালি’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে

- আপডেট সময় ০৭:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
প্রথমবারের মত দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা ‘মিসিং’। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ১৮ জুলাই স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হবে সিনেমাটি।
আর ‘মিসিং’ সিনেমার পরিবর্তে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স।

‘মিসিং’ ‘পরিচালনা করেছেন দীপেন্দ্র গাউছান। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন।
প্রেমের গল্পের এই নেপালি সিনেমায় দেখা যাবে, রাম নামের এক তরুণ তার বন্ধুদের কাছে তার প্রেমিকার গল্প করে। যা সত্য নয়।
বন্ধুদের কাছে নিজের প্রেমিকার অস্তিত্ব প্রমাণ করতে রাম ডেটিং অ্যাপে প্রেমিকা খোঁজা শুরু করেন। একদিন তার সঙ্গে দেখা করতে আসে সীতা নামের এক তরুণী। সেখানে কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে সীতাকে অপহরণ করে রাম।
অপহরণ করার কারণ জেনে অবাক হয় সীতা। পরবর্তীতে একে অপরের প্রেমে পড়ে যায় তারা।
সিনেমাটিতে নেপালের তরাই অঞ্চলের পাহাড়ি এলাকা মধেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরা হয়েছে।
২০১৯ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ‘ন ডরাই’ সিনেমায় একটি সংগ্রামী মেয়ের গল্প উঠে এসেছে। প্রতিকূল পরিবেশে সার্ফিং করে জীবন সংগ্রামে টিকে থাকে যে মেয়েটি।
২০২৩ সালে পাঁচ শর্তে দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সেসময় শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দিয়ে শুরু হয় সেই যাত্রা। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’,’ ক্রু’সহ মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। এবার প্রথমবারের মত মুক্তি পাচ্ছে নেপালের সিনেমা।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম