০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
শিরোনাম
প্রথম আলো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : পরশ

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৬:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৩৩ বার পড়া হয়েছে
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অভিযোগ করে বলেছেন, প্রথম আলো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এদের কারণে গণতান্ত্রিক ব্যবস্থা বারবার সংকটে পড়ে।
শনিবার (১ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীচরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরশ বলেন, দেশবিরোধী এসব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একইসঙ্গে প্রথম আলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, দেশের প্রতি শেখ হাসিনার যে মমত্ববোধ তা আর কারও নেই। একমাত্র শেখ হাসিনাকে ভোট দিলে জীবনমানের উন্নতি অব্যাহত থাকবে। সরকারকে ক্ষমতাচ্যুত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে মেতেছে।
যুবলীগের এই নেতা বলেন, বিএনপি পুরনো কায়দায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা জঙ্গীবাদী সংগঠন। দেশ ধ্বংসের এজেন্ডা নিয়েই তাদের এখন যত পরিকল্পনা।
ট্যাগস