০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৬:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ১৪৮ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, আমাকে মেয়র নির্বাচিত করায় নগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হয়েছে।
আমি আমার ভোটের হিসাব পেয়েছি। শুক্রবার (২৬ মে) সকালে সিটি নির্বাচনে ফলাফল ঘোষণার পর তিনি এসব কথা বলেন। জায়েদা খাতুন বলেন, গাজীপুরবাসী আমাকে ভোট দিয়েছে। তাদের কাছে আমি ঋণী। এই ঋণ পরিশোধ করব কাজ করে। আমার ছেলে (জাহাঙ্গীর আলম) আমার পাশে থাকবে।
ছেলের যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো তাকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে শেষ করব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি দরকার পড়ে আজমত উল্লা খানকে সঙ্গে নিয়ে সবার পরামর্শে কাজ করব। আমি একা তো কাজ করতে পারব না। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করতে হবে।
ট্যাগস