০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম
‘প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন’

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১২১ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী সেপ্টেম্বরে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। কিন্তু সে সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে শিডিউল থাকায় চীনে যাওয়া সম্ভব হবে না।
সোমবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। চলতি বছর প্রধানমন্ত্রীর চীন সফর হতে পারে কিনা জানতে চাইলে মোমেন বলেন, আমি বলতে পারবো না। প্রধানমন্ত্রীর সফরের বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা জানা মতে কোনো বিকল্প প্রস্তাব দেওয়া হয়নি।
বৈশ্বিক রোড ও ইনিশিয়েটিভ নিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, না, এমন কোনো কথা হয়নি। তবে, তারা আমাদের উন্নয়নের প্রশংসা করেছেন। আমাদের উন্নয়নের সহযোগী হতে পেরে তারা খুশি।
ট্যাগস