০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক মেয়র জাহাঙ্গীরের সাক্ষাৎ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১৩৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার দুপুরে সাক্ষাৎ করেছেন বহিষ্কৃত গাজীপুর সিটির আলোচিত সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় তার মা গাজীপুর সিটি করপোরেশনের নয়া মেয়র জায়েদা খাতুন জাহাঙ্গীর আলমের সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বিষয়ে জাহাঙ্গীর আলমের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ও আমার মা জায়েদা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার দুপুরে দেখা করেছি। নানা বিষয় নিয়ে অনেক কথা হয়েছে নেত্রীর সঙ্গে। কি কি বিষয় নিয়ে কথা হয়েছে জানতে চাইলে সব বলতে রাজি হননি জাহাঙ্গীর আলম।

গত ১৫ জুলাই শনিবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন ও তার পুত্র জাহাঙ্গীর আলম। এর প্রেক্ষিতে সোমবার তাদের সাক্ষাতের সময় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত আড়াই ঘন্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন মা-ছেলে।

সূত্র বলছে, প্রধানমন্ত্রীর কাছে গাজীপুরের মেয়র জায়েদা খাতুন তার পুত্র জাহাঙ্গীর আলমকে দলীয় কাজ করার সুযোগ দিতে অনুরোধ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীর আলমকে দলীয় কর্মকাণ্ডে অংশ নেয়ার ব্যাপারে সম্মতি দেন শেখ হাসিনা

পাশাপাশি জাহাঙ্গীর আলম ভবিষ্যতে যেন এমন কোনো কর্মকাণ্ড না করেন যা দলের জন্য ক্ষতিকর হয়, এ ব্যাপারে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, এবার তাকে কাজ করার সুযোগ দিলাম। ভবিষ্যতে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না।

এ সময় জায়েদা খাতুন বলেন, জাহাঙ্গীর আলম আর এমন কোনো কাজ করবে না, যাতে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাহাঙ্গীরকে দলে ফিরিয়ে আনতে দলীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন। খুব শিগগিরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গঠনতন্ত্র অনুযায়ী, দলের সিদ্ধান্তের কথা জাহাঙ্গীর আলমকে জানিয়ে চিঠি দেবেন বলে সূত্র বলছে।

উল্লেখ করা যেতে পারে ২০২১ সালের ১৯ নভেম্বরে মেয়র জাহাঙ্গীর আলমের মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির কথোপকথনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং সাত দিন পর ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।

জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাঁকে সাধারণ ক্ষমা করে দলে ফিরিয়ে নেয়। গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জাহাঙ্গীর আলম তাঁর মা জায়েদা খাতুনকে মেয়র প্রার্থী করে মায়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে থাকলে আবারও জাহাঙ্গীর আলম বহিষ্কার হন আওয়ামী লীগ থেকে। এদিকে জাহাঙ্গীর আলম তাঁর একক জনপ্রিয়তায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে তাঁর মা জায়েদা খাতুনকে গাজীপুর সিটির মেয়র পদে জিতিয়ে আনেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক মেয়র জাহাঙ্গীরের সাক্ষাৎ

আপডেট সময় ১১:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার দুপুরে সাক্ষাৎ করেছেন বহিষ্কৃত গাজীপুর সিটির আলোচিত সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় তার মা গাজীপুর সিটি করপোরেশনের নয়া মেয়র জায়েদা খাতুন জাহাঙ্গীর আলমের সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বিষয়ে জাহাঙ্গীর আলমের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ও আমার মা জায়েদা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার দুপুরে দেখা করেছি। নানা বিষয় নিয়ে অনেক কথা হয়েছে নেত্রীর সঙ্গে। কি কি বিষয় নিয়ে কথা হয়েছে জানতে চাইলে সব বলতে রাজি হননি জাহাঙ্গীর আলম।

গত ১৫ জুলাই শনিবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন ও তার পুত্র জাহাঙ্গীর আলম। এর প্রেক্ষিতে সোমবার তাদের সাক্ষাতের সময় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত আড়াই ঘন্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন মা-ছেলে।

সূত্র বলছে, প্রধানমন্ত্রীর কাছে গাজীপুরের মেয়র জায়েদা খাতুন তার পুত্র জাহাঙ্গীর আলমকে দলীয় কাজ করার সুযোগ দিতে অনুরোধ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীর আলমকে দলীয় কর্মকাণ্ডে অংশ নেয়ার ব্যাপারে সম্মতি দেন শেখ হাসিনা

পাশাপাশি জাহাঙ্গীর আলম ভবিষ্যতে যেন এমন কোনো কর্মকাণ্ড না করেন যা দলের জন্য ক্ষতিকর হয়, এ ব্যাপারে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, এবার তাকে কাজ করার সুযোগ দিলাম। ভবিষ্যতে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না।

এ সময় জায়েদা খাতুন বলেন, জাহাঙ্গীর আলম আর এমন কোনো কাজ করবে না, যাতে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাহাঙ্গীরকে দলে ফিরিয়ে আনতে দলীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন। খুব শিগগিরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গঠনতন্ত্র অনুযায়ী, দলের সিদ্ধান্তের কথা জাহাঙ্গীর আলমকে জানিয়ে চিঠি দেবেন বলে সূত্র বলছে।

উল্লেখ করা যেতে পারে ২০২১ সালের ১৯ নভেম্বরে মেয়র জাহাঙ্গীর আলমের মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির কথোপকথনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং সাত দিন পর ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।

জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাঁকে সাধারণ ক্ষমা করে দলে ফিরিয়ে নেয়। গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জাহাঙ্গীর আলম তাঁর মা জায়েদা খাতুনকে মেয়র প্রার্থী করে মায়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে থাকলে আবারও জাহাঙ্গীর আলম বহিষ্কার হন আওয়ামী লীগ থেকে। এদিকে জাহাঙ্গীর আলম তাঁর একক জনপ্রিয়তায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে তাঁর মা জায়েদা খাতুনকে গাজীপুর সিটির মেয়র পদে জিতিয়ে আনেন।